118 ) ক্যাপ্টেন মাজেদ ও কর্নেল ফারুক : - দুই স্বভাবের দুই খুনি ( Captain Majed AND Colonel Faruk : - TWO KILLERS OF THE TWO PERSONALITIES) ।
118 ) ক্যাপ্টেন মাজেদ ও কর্নেল ফারুক : - দুই স্বভাবের দুই খুনি (Captain Majed AND Colonel Faruque : - TWO KILLERS OF THE TWO PERSONALITIES) ।
ঐ দুজনই বঙ্গবন্ধুর হত্যার দায়ে দণ্ডিত ব্যক্তি।
খুনি মাজেদ ফাঁসির আগে হাউমাউ করে কাঁদলেও - কর্নেল ফারুক কিন্তু অন্য রকম আচরণ করেছিলো।
বঙ্গবন্ধুর হত্যার পরে অন্যান্য খুনিদের সঙ্গে কর্নেল ফারুকও অন্যদেশে পালিয়ে যায়।
বহু বছর পরে কর্নেল ফারুককে দেশে এনে 2010 সালের জানুয়ারি মাসে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
🌟 কর্নেল ফারুক ছিলো মূলত চেইন স্মোকার - অর্থাৎ , যে ব্যক্তি একের পর এক সিগারেট খায়। মানে , একটা সিগারেট খাওয়ার কিছুক্ষণ পরেই আরেকটা সিগারেট খায়।
তেমনি ফাঁসির সময় সে সিগারেট টানতে টানতে ফাঁসির মঞ্চের সিঁড়ি বেয়ে ফাঁসির মঞ্চে উঠে।
এরপর , জল্লাদ যখন গলায় দড়ি লাগায় , তখন সে সিগারেট খাওয়া বন্ধ করে।
🌟 কতটুকু দাম্ভিক আর শক্ত মনের মানুষ হলে এমনটা করতে পারে !
ঐ আচরণের দ্বারা সে কি এটাই প্রদর্শন করতে চেয়েছিলেো যে , সে মৃত্যুকেও পরোয়া করে না ?
কর্নেল ফারুকও সেনা অফিসার আর মাজেদও সেনা অফিসার - অথচ দুজনের স্বভাবের মধ্যে কতো পার্থক্য !!!
🌟 কর্নেল ফারুকের ফাঁসিই ছিলো উপযুক্ত শাস্তি - কিন্তু সে ফাঁসির মঞ্চে প্রমাণ করেছে , সে ছিলো দুঃসাহসি সেনা অফিসার।
🌟 আমি একজন ঐতিহাসিক হিসেবে (ALSO THE HISTORIAN) কর্নেল ফারুককে ধিক্কার জানাই - আবার ওর দুঃসাহসের কারণে অবাকও হই !!
Comments
Post a Comment