122 ) সাকা চৌধুরীর অহঙ্কার ।

122 ) সাকা চৌধুরীর অহঙ্কার (PRIDE OF Saka Chowdhury) ।

"খোকন খোকন ডাক পাড়ি। 
খোকন মোদের কার বাড়ি ?"

"এই খোকনের বাড়ি রাউজান - ফটিকছড়ি। 
1971 সালের যুদ্ধে করতো সে রাজাকারি ।।
তাই ওর গলায় লেগেছিলো ফাঁসির দড়ি।।।" 

🌟 সালাহ্ উদ্দিন কাদের চৌধুরী 1971 সালের মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামে খোকন রাজাকার নামেই পরিচিত ছিলো । ঐ সময়ে খোকন রাজাকারের (War Criminal) নাম শুনলে সাধারণ মানুষ নাকি ভয়ে কাঁপতো এবং মুক্তিযোদ্ধারাও নাকি সতর্ক হতেন। 

2015 সালে নভেম্বরে 1971 সালে মানবতা বিরোধী অপরাধের কারণে অন্যান্য যুদ্ধাপরাধীদের সঙ্গে ওরও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিলো।

1991 সালে বিএনপি সরকারের আমলে ওর নামে মামলা দায়ের করা হয়। মামলার বিষয়বস্তু ছিলো , মানুষ খুন ও যুদ্ধাপরাধ।

বিচারের প্রক্রিয়ার মাধ্যমে 2015 সালে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

এর আগে সে ছিলো প্রেসিডেন্ট জিয়ার আমলে এমপি , প্রেসিডেন্ট এরশাদের আমলে মন্ত্রী , 1991 এবং 2001 পিরিয়ডের বিএনপি সরকারের আমলে মন্ত্রী পর্যায়ের ব্যক্তি।

কিন্তু এতো কিছুর পরও সে ছিলো 1971 সালের অপতৎপরতার কারণে আলোচিত এবং সমালোচিত ব্যক্তি।

এবং যুদ্ধাপরাধের কারণে সে অনুতপ্তও ছিলোনা।
বরং যুদ্ধাপরাধের ব্যাপারে নিজেকে গর্বিত মনে করে ভাষণও দিতো।

🌟 যুদ্ধাপরাধের বিচারের সময় সে জজ সাহেবদের প্রতি চরম দাম্ভিকতা প্রকাশ করেছে।

এমনকি একজন আসামি হিসেবে জজ সাহেবদের প্রতি অল্প শ্রদ্ধাও প্রদর্শন করেনি। 

🌟 শুধু তাই না , কোর্ট থেকে জেলে নেয়ার সময় তৎকালীন এক মন্ত্রীর সঙ্গে দেখা হলে সে মন্ত্রীকে বলেছিলো ," এই পিয়ন এই দিক আয়। আমারে সালাম দে ! দে , সালাম দে !!" 

তখন ঐ মন্ত্রী বলেছিলেন ," স্যার , আস্সালামু আ'লাইকুম। দিছি তো স্যার সালাম , আস্সালামু আ'লাইকুম ......!" 

এমন দৃশ্য বাস্তবে দূরের কথা , নাটক - সিনেমাতেও হয়তো দেখানো হয়না !!! 

🌟 প্রিয় পাঠক , এইবার বুঝেন , সাকা চৌধুরী কেমন দাম্ভিক ছিলো ! 

তবে , সাকা চৌধুরী ঐ দাম্ভিকতা প্রদর্শন করেছিলো বাংলাভাই আর বুড়া হুজুরের (Old Teacher) দাম্ভিকতার দ্বারা অনুপ্রাণিত হয়েই কি ? 

🌟 সাকা চৌধুরীর ফাঁসির আগের দিন মেডাম খালেদা জিয়া লন্ডন থেকে বাংলাদেশে এলেন - কিন্তু সাকা চৌধুরীর ফাঁসির ব্যাপারে কিছুই বলেননি !!

🌟 এমনকি লন্ডন থেকে বিএনপির যুবরাজ মিস্টার তারেক জিয়াও কোন বিবৃতি দিয়েছিলেন কি - না , সেটাও আমার জানা নাই !!

🌟 এমনকি , সাকা চৌধুরীর ফাঁসির মামলার ব্যাপারে বিএনপিপন্থী আইনজীবীদের ভূমিকাও ছিলো প্রশ্নবিদ্ধ। 

বিশেষ করে , মওদুদ সাহেব , মোশাররফ সাহেবদের ভূমিকাটা ছিলো অনেকটা নীরব দর্শকদের মতো !!! 

🌟 আমি বলবো না যে , সাকা চৌধুরী নিষ্পাপ ছিলো। 

কিন্তু সে ছিলো , সদা হাস্যোজ্জ্বল , প্রফুল্ল ব্যক্তি। 

কিশোর , তরুণ আর যুবকদেরকে সে উৎসাহ দিতো , বড় কিছু করো - বড় কিছু হও !!! 

🌟 সাকা চৌধুরী নিজের কর্মের শাস্তি পেয়েছে - কিন্তু এটাও দেখিয়ে দিয়েছে দাম্ভিকতা কাকে বলে ? 

🌟 ফাঁসির আগে তাকে নাকি বলা হয়েছিলো , মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার জন্য - কিন্তু সে নকি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলো !!! 

🌟🌟🌟 আজ আমি বাধ্য হলাম আমার অভিজ্ঞতায় একজন ঐতিহাসিক হিসেবে (ALSO THE HISTORIAN) সাকা চৌধুরীর ব্যাপারে লিখতে !!! 

Comments

Popular posts from this blog

151)POWER OF THE PRIME MINISTER.(প্রধানমন্ত্রীর দাপট।) - Written by Junayed Ashrafur Rahman

2) What will you do in the future (কী করবে তুই)?