127)FAKE FREEDOM FIGHTERS(ভেজাল মুক্তিযোদ্ধা)। - Written by Junayed Ashrafur Rahman ✒

 127)FAKE FREEDOM FIGHTERS(ভেজাল মুক্তিযোদ্ধা)। - Written by Junayed Ashrafur Rahman http://ow.ly/efEw102XXHZ ✒

"FAKE FREEDOM FIGHTERS ARE MORE NASTY THAN WAR CRIMINALS".

https://youtu.be/gHwmYaifwSw

🌟 Follow this link to visit all links of this writing (এই লেখার সকল লিংক ভিজিট করতে এই লিংক ফলো করুন) ✒ https://notepin.co/shared/vrzkgil

 Many people from all walks of life in East Pakistan (now Bangladesh) took part in the liberation war against the injustice and exploitation of West Pakistan.

 After nine months of war, Bangladesh gained independence on 16 December 1971 with the direct cooperation of India.

 Although Bangladesh was independent, there was a lot of loss of life. Therefore, it was decided to list the Liberation War to provide honorarium for those who participated in the Liberation War to compensate for the loss.

  And that is why the issuance of freedom fighter certificate started. And this opportunity was taken by some of the cowardly teams of that time.

 The culprits took the certificate of liberation war without telling the war of liberation.

 And those culprits continue to enjoy the opportunities given to other freedom fighters.

 This is not the end, but the children of these cowards are also taking big jobs including college, varsity, police, administration, army by showing the fake certificate of their father's liberation war.

 And because of the children of these cowards, the meritorious do not get the opportunity.

 Not only that, the children of the real freedom fighters are also being deprived of opportunities.

 The fake freedom fighters have become DCs, SPs, army officers - but there are many real freedom fighters who drive rickshaws and vans to make a living. Day laborers, doormen work in people's homes.

 While the children of those culprits are big police officers, secretaries - but the son of Birshreshtha Ruhul Amin became a peddler on the way and made a living by selling things worth ten money and twenty money.

 And all the opportunities that the culprits are taking from the government of the country every month are illegal.

 The war criminals are not doing what the culprits, the scoundrels and their children are doing by taking away the rights of the real freedom fighters.

 So the fake freedom fighters are worse than the war criminals.

  And the way the war criminals are being judged, one day in this land of Bangladesh the adulterated freedom fighters culprits and their children, that is, the beneficiaries will also be judged directly using the certificates of the adulterated freedom fighters.

 I am not saying that I will do it - but the politicians of the future, who believe in the spirit of the liberation war - will do it. ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman
24°33'58.6"N 90°41'30.4"E
http://ow.ly/QvJm1036lYy
Nandail Municipality, Mymensingh, Bangladesh.
Junayedmn1@gmail.com
+8801611112262 & +8801711374824
📄 My writing in accordance with the subject (বিষয় অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/S5LA103gh0h

⌨️ My writing according to the serial (সিরিয়াল অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/BM6O102wF8n 

"রাজাকারদের চেয়ে ভেজাল মুক্তিযোদ্ধারা বেশি খারাপ।"

 পশ্চিম পাকিস্তানের অবিচার আর শোষণের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) সর্বস্তরের মানুষের পক্ষ থেকে অনেক মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।

 নয়টা মাস যুদ্ধ করার পর বাংলাদেশ সরাসরি ভারতের সহযোগিতার মাধ্যমে 1971 সালের ডিসেম্বরের 16 তারিখে স্বাধীনতা লাভ করে।

 বাংলাদেশ স্বাধীন হলেও মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিলো। তাই ঐ ক্ষতি পূরণের জন্য যিনিরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন , তিনিদের জন্য সম্মানি ভাতার ব্যবস্থা করার জন্য মুক্তিযুদ্ধের তালিকা করার সিদ্ধান্ত নেয়া হয়।

  আর সেজন্য মুক্তিযোদ্ধা সনদ প্রদান শুরু হয়। আর এই সুযোগটা নেয় সেই সময়ের কিছু কুলাঙ্গারের দল।

 ঐ কুলাঙ্গারেরা মুক্তিযুদ্ধ না করেই মিথ্যা কথা বলে মুক্তিযুদ্ধের সনদ নিয়ে নেয়।

 আর ঐ কুলাঙ্গারেরা অন্যান্য মুক্তিযোদ্ধাদের দেয়া সুযোগ - সুবিধা ভোগ করতে থাকে।

 এটাই কিন্তু শেষ না , বরং ঐসকল কুলাঙ্গারের সন্তানেরাও বাবার মুক্তিযুদ্ধের ভেজাল সনদ দেখিয়ে কলেজ , ভার্সিটিতে ভর্তি , পুলিশ , প্রশাসন , সেনাবাহিনীসহ বড় বড় চাকরি নিয়ে নিচ্ছে।

 আর ঐসকল কুলাঙ্গারদের সন্তানদের কারণে মেধাবিরা সুযোগ পায়না।

 শুধু তাইনা , আসল মুক্তিযোদ্ধাদের সন্তানেরাও সুযোগ - সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

 ভেজাজাল মুক্তিযোদ্ধা কুলাঙ্গারেরা ডিসি , এসপি , সেনা অফিসার হয়েছে - কিন্তু আসল অনেক মুক্তিযোদ্ধা আছেন , যিনিরা জীবন নির্বাহের জন্য রিক্সা , ভ্যান চালান। মানুষের বাড়িতে দিন মজুর , দারোয়ানের কাজ করেন।

 অথচ ঐ কুলাঙ্গারদের সন্তানেরা বড় পুলিশ অফিসার , সচিব হচ্ছে - কিন্তু বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলে পথে পথে ফেরিওয়ালা হয়ে দশ টাকা , বিশ টাকা দামের জিনিস বিক্রি করে জীবন নির্বাহ করেন।

 আর ঐ কুলাঙ্গারেরা প্রতি মাসে দেশের গভমেন্টের কাছ থেকে যেসকল সুযোগ - সুবিধা নিচ্ছে , সেগুলো অবৈধ এবং হারামও বটে।

 ঐসকল কুলাঙ্গার , হারামখোরেরা আর তাদের সন্তানেরা আসল মুক্তিযোদ্ধাদের অধিকার কেড়ে নিয়ে যেগুলো করছে , সেগুলো রাজাকারেরাও করছেনা।

 তাই ভেজাল মুক্তিযোদ্ধারা রাজাকারদের চেয়ে বেশি খারাপ।

  আর যেভাবে রাজাকারদের বিচার হচ্ছে , একদিন এই বাংলার মাটিতে ভেজাল মুক্তিযোদ্ধা কুলাঙ্গার আর তাদের সন্তান , মানে ভেজাল মুক্তিযোদ্ধাদের সনদ ব্যবহার করে সরাসরি সুবিধাপ্রাপ্তদেরও বিচার হবে।

 আমি বলছিনা যে , আমি করবো - বরং ভবিষ্যতের রাজনীতিকরা , মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসি যারা - ওরা করবেই করবে।©️All Right Reserved by Junayed Ashrafur Rahman
24°33'58.6"N 90°41'30.4"E
http://ow.ly/QvJm1036lYy
Nandail Municipality, Mymensingh, Bangladesh.
Junayedmn1@gmail.com
+8801611112262 & +8801711374824
📄 My writing in accordance with the subject (বিষয় অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/S5LA103gh0h

⌨️ My writing according to the serial (সিরিয়াল অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/BM6O102wF8n  

Comments

Popular posts from this blog

151)POWER OF THE PRIME MINISTER.(প্রধানমন্ত্রীর দাপট।) - Written by Junayed Ashrafur Rahman

707)After the fantasy of ministry.(মন্ত্রিত্বের ফ্যান্টাসির পরে।)– Written by Junayed Ashrafur Rahman