132 ) আজকে আমরা রোজা ! - 🙌🏻⌨️📲 Written by Junayed Ashrafur Rahman ✒

132 ) আজকে আমরা রোজা ! - 🙌🏻⌨️📲 Written by Junayed Ashrafur Rahman ✒ 

ময়মনসিহের নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ কলেজে ইন্টারমেডিয়েটে পড়ার সময় কয়েকজন ছাত্র রোজা না রেখেই হেলে - ডুলে বলতো , "আজকে আমরা রোজা !"

আমি 2004 সালে নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ কলেজে ইন্টারে ভর্তি হই।

সেই সময়ে আমার পরিচিত এবং অপরিচিত অনেক শিক্ষার্থীও (ছাত্র ও ছাত্রী) ভর্তি হয়।

সেই বছরেই রমজান মাসে আমরা ক্লাস করছিলাম , এমন সময় সিগারেটের গন্ধ পাই।

স্যারও বলেন ,"কী ব্যাপার , রোজার দিন সিগারেট খায় কে ?"

ব্যাপারটা আমাদের কাছেও অদ্ভুত লেগেছিলো।

ক্লাস শেষ হওয়ার পরে , দেখলাম আমাদের ক্লাসেরই কয়েকজন বাইরে থেকে ক্লাস রুমে প্রবেশ করলো।

আমাদের আর বুঝতে বাকি রইলো না যে , ওরাই রোজার দিনে ক্লাসের সময় বাইরে লুকিয়ে সিগারেট খেয়েছিলো।

আমাদের ক্লাসেরই এক ছাত্র অনেকটা রেগে জিজ্ঞেস করলো ,"কীরে , আমরা রোজা রেখে ক্লাস করি আর তোরা বাইরে লুকিয়ে সিগারেট খাস ?"

তখন ওদেরই একজন বলে ,"ভাই বিশ্বাস করেন , আজকে আমরা রোজা !"

"তাহলে তোদের মুখ থেকে সিগারেটের গন্ধ আসছে কেন ?"

"আমাদের পাশে কয়েকটা হিন্দু ছেলে খেয়েছে , আর ওদের থেকেই আমাদের মুখে গন্ধ এসেছে !"

সেদিনের মতো এই পর্যন্তই ছিলো।

কিন্তু , এরপর থেকে ওরা ক্লাস করতো , তবে সিগারেটের গন্ধ আসতো।

কিন্তু ওরাই হেলে - ডুলে বলে বলে বেড়াতো ,"আজকে আমরা রোজা !" 

স্যারও বুঝেছিলেন যে , আসলে কারা সিগারেট খাইতো ?

তো একদিন রোজার মধ্যেই আমি আর কয়েকজন আমাদের ক্লাস রুমের পাশেই নদীর ধারে গেলাম বাতাস উপভোগ করার জন্য।

গিয়ে দেখি অদ্ভুত ব্যাপার। যারা হেলে - ডুলে বলে বেড়ায় ,"আজকে আমরা রোজা !"

অথচ ওরাই নদীর পাড়ের নীচে সিগারেট খাচ্ছে। আমাদেরকে দেখে একজন বলেই ফেলল,"আজকে আমরা......!" কিন্তু রোজা শব্দটা আর বলতে পারলোনা। কেননা আমাদের সঙ্গের একজনই রাগে বলল ,"হারামজাদা রোজা রাহসনা আর কছ , তরা আজগোয়া রোজা (হারামজাদা , রোজা রাখিসনা , আর বলিস তোরা আজকে রোজা) !"
"(RASCALS, YOU ARE NOT DOING FASTING, BUT YOU ARE TELLING FASTING ?)" 

এবার তো কিল - ঘুষি মারার অবস্থা। আমি থামিয়ে বললাম ,"রোজা রাখোনা , তোমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কলেজে এসে সিগারেট খাও আর বলে বেড়াও , তোমরা আজকে রোজা। এমনটা কিন্তু ঠিক না।" 

তখন স্যারকে কয়েকজন রোজাদার ছাত্র ডেকে আনতে যাচ্ছিল , তখন আমিই তাদেরকে থামিয়ে বললাম , "আজকের মতো থাকুক। কিন্তু আরেকদিন এমন হলে স্যারকে কিন্তু ঠিকই ডেকে আনবো।" 

এরপর থেকে ওরা রোজা রাখতো কি না - বলতোনা , আবার সিগারেটও খাইতোনা। 

🌟 ষোলটা বছর পেরিয়ে গেল। 
এখন আমরা একেকজন একেক স্হানে। কয়েকজনের সঙ্গে যোগাযোগ আছে , আবার বেশ কয়েকজন কে কোথায় আছে ? জানিনা। 

এখন ওরা কি আসলেই রোজা রাখে , নাকি আগের মতোই রোজা না রেখেই বলে ,"আজকে আমরা রোজা!" 

Comments

Popular posts from this blog

151)POWER OF THE PRIME MINISTER.(প্রধানমন্ত্রীর দাপট।) - Written by Junayed Ashrafur Rahman

707)After the fantasy of ministry.(মন্ত্রিত্বের ফ্যান্টাসির পরে।)– Written by Junayed Ashrafur Rahman