বাংলা সাহিত্যে অনার্স পাশ করা কি অতো সোজা ( বাংলা সাহিত্যে অনার্স পাশ করা কি এতো সহজ ) ?

(🙌🏻⌨️📲📚 Junayedmn1@gmail.com / Junayedmn1) 
" বাংলা সাহিত্যে অনার্স পাশ করা কি অতো সোজা ( বাংলা সাহিত্যে অনার্স পাশ করা কি এতো সহজ ) ? "

আমি ( জুনায়েদ আশরাফুর রহমান ) 2007 সালে অনার্সে সমাজবিজ্ঞান , রাষ্ট্রবিজ্ঞান , অর্থনীতিসহ আঠারোটা বিষয়ে চান্স পাওয়া সত্ত্বেও ঐগুলো বাদ দিয়ে বাংলা সাহিত্য নিয়েছিলাম বলে আব্বা আমাকে এই কথাটা বলেছিলেন।


কিন্তু সেসন জটের কারণে আমরা অনার্সে ভর্তি হই 2007 সালে।

পরীক্ষা হলো - আর আমিও ভালোভাবেই চান্স পেলাম। কিন্তু আমার ব্যাপারটা ছিলো অন্যরকম।

🌟 সাধারণত শিক্ষার্থীরা ( ছাত্র ও ছাত্রী ) অনার্সে ভর্তি হয় বিসিএস অথবা ভালো চাকরি পাওয়ার আশায়। 

বিশেষ করে বেশিরভাগ শিক্ষার্থীদেরই স্বপ্ন থাকে বিসিএস পাশ করে ডিসি সাহেব , এসপি সাহেব অথবা সচিব সাহেব হয়ে সরকারি বাড়ি , গাড়ি , বাজার সদাইয়ের সুযোগ সুবিধা ভোগ করার। আর যদি ঘুষ খাওয়ার সুযোগ থাকে , তাহলে তো কথাই নাই। কোটিপতি হওয়া শুধু সময়ের ব্যাপার মাত্র !!!

আমার কিন্তু এই ধরণের স্বপ্ন ছিলো না। আমার ই‌চ্ছা ছিলো একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হওয়া। তা অবশ্য আমি হয়েছিও।

তবে , অনার্সে আমি বাংলা সাহিত্যে ভর্তি হয়েছিলাম নিজের ইচ্ছাতেই। কিন্তু আমার আব্বা চেয়েছিলেন আমি যেন সমাজবিজ্ঞান অথবা রাষ্ট্রবিজ্ঞান অথবা অর্থনীতিতে ভর্তি হই।


আব্বা অবশ্য আমাকে বলেছিলেন , যদি পরে বাংলা সাহিত্যে অনার্স পড়তে আমার ভালো না লাগে , তবে যেন আমি পরের বার আবার ভর্তি পরীক্ষা দিয়ে অন্য বিষয়ে পড়াশোনা করি।

কিন্তু আমি আর পরে অন্য সাবজেক্টে ভর্তি না হয়ে বাংলা সাহিত্যেই অনার্স - মাস্টার্স পাশ করেছিলাম।

🌟 আব্বা মুক্তিযুদ্ধের আগেই উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও যে বলেছিলেন , " বাংলা সাহিত্যে অনার্স পাশ করা কি অতো সোজা ? " - কথাটা কিন্তু ঠিকই।

কেননা , ইংরেজি সাহিত্যের শিক্ষার্থীরা পরীক্ষায় যতোটুকু সহানুভূতি পায় - বাংলা সাহিত্যের ছাত্ররা ততটুকু পায় না।

🌟 বলতে গেলে , ইংরেজি সাহিত্যের শিক্ষার্থীদেরকে পরীক্ষার খাতায় অনেকটা করুণা করেই স্যারেরা পাশ করিয়ে দেন।

তা না হলে , ইংরেজি সাহিত্যের যেসকল শিক্ষার্থীরা " আমার বাবার একটা কুকুর ছিলো " এর ইংরেজি " MY FATHER HAD A DOG " না করে " MY FATHER WAS A DOG " করে , আবার MAKE এর পাস্ট পার্টিসিপল MADE না করে MAKED করে - তারা কখনোই পাশ করতে পারতো না।
আসলে ইংরেজি সাহিত্যের প্রায় বেশির ভাগ শিক্ষার্থীরাই স্যারদের করুণার মাধ্যমেই পাশ করে থাকে।

🌟 কিন্তু এই করুণাটা পায় না বাংলা সাহিত্যের শিক্ষার্থীরা। 

আর পাবেই কেন ? বাংলা হচ্ছে বাঙালি ও বাংলাদেশিদের প্রধান ভাষা - এই ভাষায় অনার্স পাশ করতে আবার করুণা কীসের ‌‍?

স্যারদের এক কথা , " তুমি কতোটুকু জানো - সেটার সঙ্গে পরীক্ষায় পাশ করার তেমন কোন সম্পর্ক নাই। বরং পরীক্ষার খাতায় তুমি কতটুকু লিখতে পেরেছো - সেটাই আসল ব্যাপার। " 

আর এই লেখার উপরেই নির্ভর করে পাশ অথবা ফেল করা। তাই আমরাও লিখেছি , প্রতি পরীক্ষায় টানা চার ঘণ্টা - কোন পরীক্ষায় ষাট পৃষ্ঠা আবার কোন পরীক্ষায় সত্তুর পৃষ্ঠা।

আর এভাবেই বাংলা সাহিত্যে অনার্স মাস্টার্স পাশ করলাম।

🌟 উল্লেখ্য যে , বাংলা সাহিত্যে অন্যান্য সাবজেক্টও থাকে। যেমন : - রাষ্ট্রবিজ্ঞান , সমাজকর্ম , ইতিহাস , ইংরেজি , পাশ্চাত্য দর্শন , বাউল দর্শনসহ আরও সাবজেক্ট। এক কথায় বললে বলতে হয় - বাংলা সাহিত্যের মতো এতো সাবজেক্টের সমাহার অন্যকোন অনার্স কোর্সে নাই। 

🌟 কিন্তু আমি যখন প্রথম বর্ষ পরীক্ষা বেশ ভালো করেই পাশ করলাম - তখন আব্বা বেশ অবাকই হয়েছিলেন।

কিন্তু আব্বাকে আমি বলেছিলাম , বাংলা সাহিত্যে অনার্স পাশ করা আমার জন্য সামান্য ব্যাপার মাত্র !

তা সত্ত্বেও আব্বা বলেছিলেন , আমি যেন অন্য সাবজেক্টে ভর্তির জন্য আবার পরীক্ষা দিই। 
কিন্তু আমি বাংলা সাহিত্যেই অনার্স মাস্টার্স পাশ করেছিলাম। 
তাতে অবশ্য আব্বা আর কোন আপত্তি করেননি - আর আমিও পাশ করে প্রমাণ করেছিলাম , বাংলা সাহিত্যে পাশ করা আমার জন্য খুবই সোজা !!!



Comments

Popular posts from this blog

151)POWER OF THE PRIME MINISTER.(প্রধানমন্ত্রীর দাপট।) - Written by Junayed Ashrafur Rahman

707)After the fantasy of ministry.(মন্ত্রিত্বের ফ্যান্টাসির পরে।)– Written by Junayed Ashrafur Rahman

202)THE DATE IS 17 AUGUST.(তারিখটা 17 আগস্ট।)।-Written by Junayed Ashrafur Rahman