বাংলা সাহিত্যে অনার্স পাশ করা কি অতো সোজা ( বাংলা সাহিত্যে অনার্স পাশ করা কি এতো সহজ ) ?

(🙌🏻⌨️📲📚 Junayedmn1@gmail.com / Junayedmn1) 
" বাংলা সাহিত্যে অনার্স পাশ করা কি অতো সোজা ( বাংলা সাহিত্যে অনার্স পাশ করা কি এতো সহজ ) ? "

আমি ( জুনায়েদ আশরাফুর রহমান ) 2007 সালে অনার্সে সমাজবিজ্ঞান , রাষ্ট্রবিজ্ঞান , অর্থনীতিসহ আঠারোটা বিষয়ে চান্স পাওয়া সত্ত্বেও ঐগুলো বাদ দিয়ে বাংলা সাহিত্য নিয়েছিলাম বলে আব্বা আমাকে এই কথাটা বলেছিলেন।


কিন্তু সেসন জটের কারণে আমরা অনার্সে ভর্তি হই 2007 সালে।

পরীক্ষা হলো - আর আমিও ভালোভাবেই চান্স পেলাম। কিন্তু আমার ব্যাপারটা ছিলো অন্যরকম।

🌟 সাধারণত শিক্ষার্থীরা ( ছাত্র ও ছাত্রী ) অনার্সে ভর্তি হয় বিসিএস অথবা ভালো চাকরি পাওয়ার আশায়। 

বিশেষ করে বেশিরভাগ শিক্ষার্থীদেরই স্বপ্ন থাকে বিসিএস পাশ করে ডিসি সাহেব , এসপি সাহেব অথবা সচিব সাহেব হয়ে সরকারি বাড়ি , গাড়ি , বাজার সদাইয়ের সুযোগ সুবিধা ভোগ করার। আর যদি ঘুষ খাওয়ার সুযোগ থাকে , তাহলে তো কথাই নাই। কোটিপতি হওয়া শুধু সময়ের ব্যাপার মাত্র !!!

আমার কিন্তু এই ধরণের স্বপ্ন ছিলো না। আমার ই‌চ্ছা ছিলো একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হওয়া। তা অবশ্য আমি হয়েছিও।

তবে , অনার্সে আমি বাংলা সাহিত্যে ভর্তি হয়েছিলাম নিজের ইচ্ছাতেই। কিন্তু আমার আব্বা চেয়েছিলেন আমি যেন সমাজবিজ্ঞান অথবা রাষ্ট্রবিজ্ঞান অথবা অর্থনীতিতে ভর্তি হই।


আব্বা অবশ্য আমাকে বলেছিলেন , যদি পরে বাংলা সাহিত্যে অনার্স পড়তে আমার ভালো না লাগে , তবে যেন আমি পরের বার আবার ভর্তি পরীক্ষা দিয়ে অন্য বিষয়ে পড়াশোনা করি।

কিন্তু আমি আর পরে অন্য সাবজেক্টে ভর্তি না হয়ে বাংলা সাহিত্যেই অনার্স - মাস্টার্স পাশ করেছিলাম।

🌟 আব্বা মুক্তিযুদ্ধের আগেই উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও যে বলেছিলেন , " বাংলা সাহিত্যে অনার্স পাশ করা কি অতো সোজা ? " - কথাটা কিন্তু ঠিকই।

কেননা , ইংরেজি সাহিত্যের শিক্ষার্থীরা পরীক্ষায় যতোটুকু সহানুভূতি পায় - বাংলা সাহিত্যের ছাত্ররা ততটুকু পায় না।

🌟 বলতে গেলে , ইংরেজি সাহিত্যের শিক্ষার্থীদেরকে পরীক্ষার খাতায় অনেকটা করুণা করেই স্যারেরা পাশ করিয়ে দেন।

তা না হলে , ইংরেজি সাহিত্যের যেসকল শিক্ষার্থীরা " আমার বাবার একটা কুকুর ছিলো " এর ইংরেজি " MY FATHER HAD A DOG " না করে " MY FATHER WAS A DOG " করে , আবার MAKE এর পাস্ট পার্টিসিপল MADE না করে MAKED করে - তারা কখনোই পাশ করতে পারতো না।
আসলে ইংরেজি সাহিত্যের প্রায় বেশির ভাগ শিক্ষার্থীরাই স্যারদের করুণার মাধ্যমেই পাশ করে থাকে।

🌟 কিন্তু এই করুণাটা পায় না বাংলা সাহিত্যের শিক্ষার্থীরা। 

আর পাবেই কেন ? বাংলা হচ্ছে বাঙালি ও বাংলাদেশিদের প্রধান ভাষা - এই ভাষায় অনার্স পাশ করতে আবার করুণা কীসের ‌‍?

স্যারদের এক কথা , " তুমি কতোটুকু জানো - সেটার সঙ্গে পরীক্ষায় পাশ করার তেমন কোন সম্পর্ক নাই। বরং পরীক্ষার খাতায় তুমি কতটুকু লিখতে পেরেছো - সেটাই আসল ব্যাপার। " 

আর এই লেখার উপরেই নির্ভর করে পাশ অথবা ফেল করা। তাই আমরাও লিখেছি , প্রতি পরীক্ষায় টানা চার ঘণ্টা - কোন পরীক্ষায় ষাট পৃষ্ঠা আবার কোন পরীক্ষায় সত্তুর পৃষ্ঠা।

আর এভাবেই বাংলা সাহিত্যে অনার্স মাস্টার্স পাশ করলাম।

🌟 উল্লেখ্য যে , বাংলা সাহিত্যে অন্যান্য সাবজেক্টও থাকে। যেমন : - রাষ্ট্রবিজ্ঞান , সমাজকর্ম , ইতিহাস , ইংরেজি , পাশ্চাত্য দর্শন , বাউল দর্শনসহ আরও সাবজেক্ট। এক কথায় বললে বলতে হয় - বাংলা সাহিত্যের মতো এতো সাবজেক্টের সমাহার অন্যকোন অনার্স কোর্সে নাই। 

🌟 কিন্তু আমি যখন প্রথম বর্ষ পরীক্ষা বেশ ভালো করেই পাশ করলাম - তখন আব্বা বেশ অবাকই হয়েছিলেন।

কিন্তু আব্বাকে আমি বলেছিলাম , বাংলা সাহিত্যে অনার্স পাশ করা আমার জন্য সামান্য ব্যাপার মাত্র !

তা সত্ত্বেও আব্বা বলেছিলেন , আমি যেন অন্য সাবজেক্টে ভর্তির জন্য আবার পরীক্ষা দিই। 
কিন্তু আমি বাংলা সাহিত্যেই অনার্স মাস্টার্স পাশ করেছিলাম। 
তাতে অবশ্য আব্বা আর কোন আপত্তি করেননি - আর আমিও পাশ করে প্রমাণ করেছিলাম , বাংলা সাহিত্যে পাশ করা আমার জন্য খুবই সোজা !!!



Comments

Popular posts from this blog

707)After the fantasy of ministry.(মন্ত্রিত্বের ফ্যান্টাসির পরে।)– Written by Junayed Ashrafur Rahman

165)How Osama bin Laden's followers were active in Bangladesh.(বাংলাদেশে উসামা বিন লাদেনের অনুসারীরা যেভাবে সক্রিয় ছিলো।) - Written by Junayed Ashrafur Rahman

166) যেভাবে দাউদ ইব্রাহিমের অনুসীরা বাংলাদেশে সক্রিয় ছিলো(IN BANGLADESH, HOW FOLLOWERS OF Dawood Ibrahim WERE ACTIVE) -Written by Junayed Ashrafur Rahman