104) করোনা ভাইরাস প্রতিরোধে আমি যেগুলো করছি।

104 ) ⏰🗺️🇧🇩☠️👹করোনা ভাইরাস প্রতিরোধে আমি যেগুলো করছি ।

আমি বলছিনা যে আমার কাজগুলো আপনারা করুন অথবা করলে করোনা ভাইরাস থেকে বাঁচতে পারবেন।

বরং , আমার কাজগুলোই বলছি ✒

🌟 প্রয়োজন ছাড়া আমি না হই বের বাড়ির বাইরে।

শুধুমাত্র নামাজ পড়ার জন্য আর বাজার সদাই করার জন্য বাড়ির বাইরে বের হই।

1 ) বাইরে থেকে এসে প্রথমেই সারা শরীরে কাপড়ের উপর দিয়ে এয়ার ফ্রেশনার বা রুম স্প্রে প্রয়োগ করি।

কেননা , ওতে থাকা রেকটিফাইড স্পিরিটের কারণে করোনা ভাইরাস তো বটেই , যে কোন ভাইরাস ধ্বংস হতে বাধ্য।

2 ) তারপর এন্টিসেপটিক সাবান (লাইফবয়) দিয়ে গোসল করি।

 3 ) বাড়ির বাথরুম প্রতিদিন হারপিক দিয়ে ওয়াশ করার পর ফিনাইল এন্টিসেপটিক ছিটিয়ে দেই।

4 ) এক লিটার পানিতে 20 এমএল (চার চামচ) ফিনাইল মিশিয়ে সারা বাড়িতে স্প্রে করি।

5 ) আর প্রতিদিন কাপড় বদল করছি। অর্থাৎ , আজকের কাপড় পরের দিন না পড়ে আরেক কাপড় পড়ছি। আর আগের দিনের কাপড়গুলো ডিটারজেন্ট পাউডারের সঙ্গে অল্প ফিনাইল মিশিয়ে ওয়াশ করছি। 

6 ) এই কাজগুলো আমি নিয়মিতই (সপ্তাহে দুই দিন) করতাম।


🌟 কিন্তু করোনা ভাইরাসের কারণে প্রতিদিনই করছি।

আলহামদুলিল্লাহ্। 

আল্লাহ্‌র অনুগ্রহে নিরাপদে আছি।

আশা করি নিরাপদেই থাকবো - ইনশাআল্লাহ্। 

Comments

Popular posts from this blog

707)After the fantasy of ministry.(মন্ত্রিত্বের ফ্যান্টাসির পরে।)– Written by Junayed Ashrafur Rahman

165)How Osama bin Laden's followers were active in Bangladesh.(বাংলাদেশে উসামা বিন লাদেনের অনুসারীরা যেভাবে সক্রিয় ছিলো।) - Written by Junayed Ashrafur Rahman

166) যেভাবে দাউদ ইব্রাহিমের অনুসীরা বাংলাদেশে সক্রিয় ছিলো(IN BANGLADESH, HOW FOLLOWERS OF Dawood Ibrahim WERE ACTIVE) -Written by Junayed Ashrafur Rahman