104) করোনা ভাইরাস প্রতিরোধে আমি যেগুলো করছি।

104 ) ⏰🗺️🇧🇩☠️👹করোনা ভাইরাস প্রতিরোধে আমি যেগুলো করছি ।

আমি বলছিনা যে আমার কাজগুলো আপনারা করুন অথবা করলে করোনা ভাইরাস থেকে বাঁচতে পারবেন।

বরং , আমার কাজগুলোই বলছি ✒

🌟 প্রয়োজন ছাড়া আমি না হই বের বাড়ির বাইরে।

শুধুমাত্র নামাজ পড়ার জন্য আর বাজার সদাই করার জন্য বাড়ির বাইরে বের হই।

1 ) বাইরে থেকে এসে প্রথমেই সারা শরীরে কাপড়ের উপর দিয়ে এয়ার ফ্রেশনার বা রুম স্প্রে প্রয়োগ করি।

কেননা , ওতে থাকা রেকটিফাইড স্পিরিটের কারণে করোনা ভাইরাস তো বটেই , যে কোন ভাইরাস ধ্বংস হতে বাধ্য।

2 ) তারপর এন্টিসেপটিক সাবান (লাইফবয়) দিয়ে গোসল করি।

 3 ) বাড়ির বাথরুম প্রতিদিন হারপিক দিয়ে ওয়াশ করার পর ফিনাইল এন্টিসেপটিক ছিটিয়ে দেই।

4 ) এক লিটার পানিতে 20 এমএল (চার চামচ) ফিনাইল মিশিয়ে সারা বাড়িতে স্প্রে করি।

5 ) আর প্রতিদিন কাপড় বদল করছি। অর্থাৎ , আজকের কাপড় পরের দিন না পড়ে আরেক কাপড় পড়ছি। আর আগের দিনের কাপড়গুলো ডিটারজেন্ট পাউডারের সঙ্গে অল্প ফিনাইল মিশিয়ে ওয়াশ করছি। 

6 ) এই কাজগুলো আমি নিয়মিতই (সপ্তাহে দুই দিন) করতাম।


🌟 কিন্তু করোনা ভাইরাসের কারণে প্রতিদিনই করছি।

আলহামদুলিল্লাহ্। 

আল্লাহ্‌র অনুগ্রহে নিরাপদে আছি।

আশা করি নিরাপদেই থাকবো - ইনশাআল্লাহ্। 

Comments

Popular posts from this blog

151)POWER OF THE PRIME MINISTER.(প্রধানমন্ত্রীর দাপট।) - Written by Junayed Ashrafur Rahman

2) What will you do in the future (কী করবে তুই)?