182) এরশাদে তোকে কী খাইয়েছে (WHAT DID ERSHAD FEED YOU) ?-Written by Junayed Ashrafur Rahman

182) এরশাদে তোকে কী খাইয়েছে (WHAT DID ERSHAD FEED YOU) ?-Written by Junayed Ashrafur Rahman

1996 সালে এরশাদ সাহেবের পক্ষে নির্বাচনের প্রচারণার জন্য জাতীয় পার্টির নেতাদের নান্দাইলে আগমনের পরের দিন আমার এক ক্লাসমেটকে মাদ্রাসায় আমাদেরই এক হুজুর এই প্রশ্নটা করেছিলেন।

1996 সালে আমি তখন আমারই বাড়ির পাশের আলিয়া মাদ্রাসায় ক্লাস সিক্সে পড়তাম।

সেই সময়ে ঐ মাদ্রাসার যে কয়জন প্রবীণ শিক্ষক ছিলেন - তিনিদের মধ্যে সবচেয়ে বেশি পরিচিত ছিলেন রাশিদ হুজুর , জালাল হুজুর , হাবিবুল্লাহ্ হুজুর আর আতাউর রহমান হুজুর।

তবে আতাউর রহমান হুজুরকে অনেকেই আবার মিষ্টি হুজুরও ডাকতো।

একদিন হুজুর আগের ক্লাসের দেয়া পড়া এক ছাত্রকে জিজ্ঞেস করলেন।

ছেলেটা হুজুরকে বলল ,"হুজুর , পড়ি নাই।"

হুজুর অবাক হয়ে জিজ্ঞেস করলেন ,"পড়িস নাই কেন ?"

(যারা জানতো না যে , তখন এরশাদ সাহেব জেলে ছিলেন - ওরা মনে করেছিলো , এরশাদ সাহেব এসেছিলেন।) 

- এরশাদ এসেছিলো চণ্ডীপাশা স্কুলের মাঠে। তাই পড়া পড়ি নাই।

- পড়া পড়িস নাই - তাহলে এরশাদে তোকে কী খাইয়েছে ? গোল্লা ? নাকি সন্দেশ ? বল্।

- কিছুই খাওয়ায় নাই।

- তাহলে পড়া পারছিস না কেন ?

- এরশাদকে দেখতে গিয়েছিলাম তাই পড়া পারছিনা।

- তাহলে এরশাদকে এসে বল্ তোর পড়াগুলো পড়িয়ে দিতে।

এই কথা শুনে ঐ ছাত্র আর কোন কথা না বলে চুপ করে রইলো।

হুজুর তখন রাগে বললেন ,"কথা বলছিস না কেন ?"

তখন ঐ ছাত্র আবার বলে ,"এরশাদকে দেখতে গিয়েছিলাম।"

তখন হুজুর দিলেন ঐ ছেলেটাকে পৎ পৎ করে বেতের দুই পিট্টি আর বললেন ,"পড়ার নামে খবর নাই , বলিস এরশাদকে দেখতে গিয়েছিলি।"

তখন ঐ ছাত্র বলল ,"হুজুর , জুনায়েদও তো এরশাদকে দেখতে গিয়েছিলো।"

আমাকে "তুমি" করে বললেও আতাউর রহমান হুজুর সেই ক্লাসে আমাকেও জিজ্ঞেস করলেন ,"এরশাদে তোকে কী খাইয়েছে ?"

আমি বললাম ,"হুজুর , আমি তো পড়া পেরেছি।"

তখন হুজুর ঐ ছাত্রটাকে আরও দুই পিট্টি দিলেন। আর বললেন ,"নিজের পড়া নিজে পারস না , আবার আরেকজনের নামে বিচার দিস কেন ?" এই কথা বলে পৎ পৎ করে আরও দুইটা পিট্টি দিলেন।

🌟 ঐ ছাত্রটা পড়া না পেরে খেয়েছিলো দুই পিট্টি - কিন্তু আমাকে ফাঁসাতে গিয়ে খাইলো আরও চার পিট্টি। 

🌟 এখন চব্বিশ বছর পরে অনার্স , মাস্টার্স , এলএলবি পাশ করলাম - কিন্তু এখনও মনে পড়ে আতাউর রহমান হুজুরের কথা ,"এরশাদে তোকে কী খাইয়েছে ?" 

Comments

Popular posts from this blog

151)POWER OF THE PRIME MINISTER.(প্রধানমন্ত্রীর দাপট।) - Written by Junayed Ashrafur Rahman

2) What will you do in the future (কী করবে তুই)?