473) As I saw Madam Khaleda Zia. (যেমন দেখেছি মেডাম খালেদা জিয়াকে।) - Written by Junayed Ashrafur Rahman ✒

473 https://parg.co/bCDM ) As I saw Madam Khaleda Zia. (যেমন দেখেছি মেডাম খালেদা জিয়াকে।) - Written by Junayed Ashrafur Rahman https://parg.co/bPrW

 "I saw Madam Khaleda Zia twice in front of my house."

#Experience #Politics #Wisdom #History #Welfare #Bangladesh 

 🌟 Introduction ✒ 

 Madam Khaleda and Tariq Zia's unscrupulous loyal flatterers at home and abroad will never think that I have written this to win the nomination of BNP.

 Rather, I wrote it to share my experience.

🌟 First seen in 2001 ✒ 

 I then took the entrance (SSC) exam. However, even though I wore pajamas and Punjabi in the madrasa, but I used to wear shorts and t-shirt at home.

 At that time, as the term of the Awami League government was reduced, all the parties were preparing for the elections.

 Similarly, the BNP was preparing for the elections under the leadership of a four-party alliance.

 This is why Madam Khaleda Zia came to Nandail.

 🌟 The way I look ✒ 

 I already knew when she would come and where he would hold a public meeting.

 She will hold a public meeting at Bakchanda in Nandail.

 And Bakchanda will cross the Nandail Bazar Hospital junction, so she will pass in front of my house.

 🌟 As seen ✒ 

 So that day I was standing on the porch https://parg.co/bRAh of my house wearing shorts and a t-shirt and eating potato chips.

 Then I saw her https://parg.co/bRA4 coming in front of the jeep. And the car of the OC of Nandail police station in the back.

 Until then, I only saw hee on TV, but I actually saw her that day. It seemed to me that day that she was more beautiful than TV.

 Although I had no interest in women at the time, but I knew Audrey Hapburn, Marilyn Monroe, Kat Winslet, Aishwarya Rai, Lara Dutta, Yuktamukhi and Priyanka Chopra through paper magazines. But Madam Khaleda Zia seemed to me more than them that day.

 When I read about Cleopatra, the queen of Egypt, in the history books, the description of her beauty seemed exaggerated to me. But after seeing Madam Khaleda Zia, Cleopatra's beauty no longer seemed exaggerated.

 Being the main town of Nandail, her car was moving slowly and she was shaking hands. I shook my hand when I saw her. And she went south in front of my house to Bakchanda https://parg.co/bRAR .

 This is how I saw Madam Khaleda Zia in 2001.

 🌟 The second meeting took place in 2006 ✒ 

 I then studied at Nandail Shaheed Smriti Adarsh ​​College https://parg.co/bRAN .

 One day I heard from some students that Prime Minister Khaleda Zia would come to the college.

 But I heard from some people of the then BNP leader and MP opposition group, the then MP is spreading rumors of Madam Khaleda's arrival in Nandail to increase the votes in the next election.

 🌟 The way I was convinced ✒ 

 But a few days later, I saw that the pond https://parg.co/bRAM in front of the college was being filled with soil by truck and the soil was being leveled with a hydraulic machine.

 It was then confirmed that Prime Minister Khaleda Zia would come to Nandail and address the college grounds https://parg.co/bRAV .

 🌟 Extensive security ✒ 

 Extensive security arrangements were made about a month before her arrival.

 There was the police of Nandail police station, there were also RAB, DB and CID police in civil dress.

 RAB-DB was already on patrol due to the violence of Bangla Bhai https://parg.co/bRAw and Bura Huzur https://parg.co/buaM . But on the occasion of the arrival of Madam Khaleda Zia, their activities increased even more.

 Even on the day she came (March 5, 2006), no BNP leader-worker was found. It can be said that the security and movement of Madam Khaleda Zia was completely supervised by the then law enforcement agencies.

 I even heard that on the day of Madam's arrival, those who would commit sabotage would be shot without considering their party.

 That is why there was no activity of any other party on that day, not even the internal quarrel of BNP.

🌟 Again in front of the house ✒ 

 I was still standing on the porch that day. But I was wearing a shirt-pants. She drove to inaugurate Nandail's fifty-bed hospital https://parg.co/bRAk .

 I have seen twice that there is a big difference between Madam Khaleda Zia in the opposition and Prime Minister Khaleda Zia .

 She arrived in general in 2001 and in 2006 in a state of great security. I was a boy in 2001 and a teenager in 2006.

 She shook hand that day too and I shook hand when I saw her.

 However, there is a big gap between 2001 and 2006.

 🌟 See 2006 ✒ 

 At that time the atmosphere was tense all over the country due to the violence of Bangla Bhai and Bura Huzur.

 On the way to and from college, I often saw people in RAB, Police and another law forces with uniforms and weapons.

 The situation in the country was such that the JMB under the leadership of Bangla Bhai and Bura Huzur would stop after seizing power in Bangladesh.

 In such a situation, the arrival of the then Prime Minister Madam Khaleda Zia must have been different.

 🌟 Great experience ✒ 

 I read in various stories, especially in the novels of Ian Fleming and Mario Puzo and saw various cinema, that there is a special kind of people outside the government who have more power than the government.

 But that gossip was proved false with the arrival of Madam Khaleda Zia.

 The so-called Godfather, the Mafia Don, or the gossip of the Third Power, all proved to be false.

 I saw for myself that even the militia leaders like Bangla Bhai and Bura Huzur are insignificant compared to the head of government of the country in terms of power.

 If Madam Khaleda Zia had not come in front of my house that day, I would not have seen her power. And she looked like a beautiful woman whom I met in 2001 like Marilyn Monroe.

🌟 On the college field ✒ 

 I also went to the college field. I also saw that place from the stage. Many leaders including the late Mr. Nazmul Huda and the late Mr. Mosharraf were present on that day. But in front of Madam Khaleda Zia their personality was pale, like a burning candle in front of the sun.

 🌟 Memorable day ✒ 

 There are many memorable days in my life, one of them is the arrival of Madam Khaleda Zia in front of my house in 2006.

 🌟 Conclusion ✒ 

 In the end, I will say that I did not get Queen Cleopatra in my time, but I got Prime Minister Khaleda Zia. ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman 

"মেডাম খালেদা জিয়াকে আমার বাড়ির সামনে দুইবার দেখেছি।"

🌟 ভূমিকা ✒ 

দেশে - বিদেশে অবস্থানরত মেডাম খালেদা আর তারেক জিয়ার বিশ্বস্ত নেতা - কর্মীরা কখনই মনে করবেন না, আমি বিএনপির মনোনয়ন বাগিয়ে নিতে এই লিখা লিখেছি। 

বরং আমার অভিজ্ঞতা শেয়ার করতেই এটা লিখেছি। 

🌟 প্রথম দেখা ২০০১ সালে ✒ 

আমি তখন দাখিল পরীক্ষা দিয়েছি। তবে মাদ্রাসায় পায়জামা - পাঞ্জাবি পরিধান করে গেলেও বাড়িতে হাফপ্যান্ট আর টিশার্ট পরিধান করতাম।

তখন আওয়ামীলীগ গভমেন্টের মেয়াদ কমে যাওয়ার ফলে সকল দল নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিল।

তেমনি বিএনপিও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিল চার দলীয় জোটের নেতৃত্বে।

এই কারণেই তখন মেডাম খালেদা জিয়া নান্দাইলে এসেছিলেন। 

🌟 যেভাবে দেখা ✒ 

আগে থেকেই জেনেছিলাম,কবে তিনি আসবেন এবং কোথায় জনসভা করবেন? 

তিনি জনসভা করবেন নান্দাইলের বাকচান্দাতে। 

আর বাকচান্দা যাবেন নান্দাইল বাজার হসপিটাল মোড় পেরিয়ে, ফলে তিনি আমার বাড়ির সামনে দিয়ে যাবেন। 

🌟 যেমন দেখেছিলাম ✒ 

তাই সেদিন আমি হাফপ্যান্ট আর টিশার্ট পরিধান করে আমার বাড়ির বারান্দায় https://parg.co/bRAh দাঁড়িয়ে পটেটো চিপস খাচ্ছিলাম। 

তখন দেখলাম https://parg.co/bRA4 জিপ গাড়ির সামনে বসে তিনি আসছেন। আর পিছনে নান্দাইল থানার ওসি সাহেবের গাড়ি। 

ততদিন শুধু টিভিতে তিনিকে দেখতাম, কিন্তু সেদিন বাস্তবে দেখলাম। আমার কাছে সেদিন মনে হয়েছিল তিনি টিভির চাইতে বাস্তবে বেশি সৌন্দর্যের অধিকারী মহিলা। 

যদিও তখন নারীদের প্রতি আমার কোন ধরনের আকর্ষণ ছিল না, কিন্তু পত্রিকা আর ম্যাগাজিনের মাধ্যমে অড্রে হ্যাপবার্ন, মেরিলিন মনরো, ক্যাট উইন্সলেট, ঐশ্বরিয়া রাই, লারা দত্ত, যুক্তামুখী আর প্রিয়াঙ্কা চোপড়াদেরকেই অনিন্দ্য সুন্দর নারী জানতাম। কিন্তু মেডাম খালেদা জিয়াকে সেদিন আমার কাছে ওদের চেয়েও বেশি মনে হয়েছিল। 

ইতিহাসের বইয়ে মিশরের রাণী ক্লিওপেট্রা সম্পর্কে পড়েছিলাম, ওর সৌন্দর্যের ব্যাপারে যে বর্ণনা দেয়া হয়েছে, সেটাকে আমার কাছে অতিরঞ্জিত মনে হত। কিন্তু মেডাম খালেদা জিয়াকে দেখার পর ক্লিওপেট্রার সৌন্দর্যকে আর অতিরঞ্জিত মনে হয় নি। 

নান্দাইলের মূল শহর হওয়ার কারণে তিনির গাড়ি আস্তে আস্তে যাচ্ছিল আর তিনি হাত নাড়ছিলেন। তিনির দেখাদেখি আমিও হাত নেড়েছিলাম। আর তিনি আমার বাড়ির সামনে দিয়ে দক্ষিণ দিকে বাকচান্দার https://parg.co/bRAR দিকে গিয়েছিলেন। 

এভাবেই ২০০১ সালে মেডাম খালেদা জিয়াকে আমি দেখেছিলাম। 

🌟 দ্বিতীয় দেখা ২০০৬ সালে ✒ 

আমি তখন নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ কলেজে https://parg.co/bRAN পড়ি। 

একদিন কয়েকজন ছাত্রের কাছে শুনলাম, প্রধানমন্ত্রী খালেদা জিয়া কলেজে আসবেন। 

কিন্তু তখনের বিএনপির নেতা অথচ এমপি বিরোধী গ্রুপের কিছু লোকের কাছে শুনেছিলাম , তখনের এমপি সামনের নির্বাচনে ভোট বৃদ্ধির জন্য মেডাম খালেদার নান্দাইলে আগমনের গুজব রটাচ্ছেন। 

🌟 যেভাবে নিশ্চিত হলাম ✒ 

কিন্তু কয়েকদিন পর দেখলাম, ট্রাক দিয়ে মাটি এনে কলেজের সামনের পুকুর https://parg.co/bRAM ভরাট করা হচ্ছে এবং হাইড্রোলিক মেশিনের মাধ্যমে ভরাট করা মাটি সমান করা হচ্ছে। 

তখন নিশ্চিত হয়েছিলাম, প্রধানমন্ত্রী খালেদা জিয়া নান্দাইলে আসবেন এবং কলেজের মাঠে https://parg.co/bRAV বক্তব্য প্রদান করবেন। 

🌟 ব্যাপক নিরাপত্তা ✒ 

ব্যাপক নিরাপত্তার আয়োজন করা হয়েছিল তিনির আগমনের প্রায় একমাস আগেই। 

নান্দাইল থানার পুলিশ তো ছিলই, সিভিল ড্রেসে ব়্যাব, ডিবি, সিআইডি পুলিশও ছিল। 

বাংলা ভাই https://parg.co/bRAw আর বুড়া হুজুরের https://parg.co/buaM তাণ্ডবের কারণে ব়্যাব - ডিবি আগে থেকেই টহল দিত। কিন্তু মেডাম খালেদা জিয়ার আগমন উপলক্ষ্যে ওদের তৎপরতা আরো বেড়েছিল। 

এমনকি, যেদিন (৫ মার্চ ২০০৬) তিনি এসেছিলেন সেদিন বিএনপির কোন নেতা - কর্মীর কোন পাত্তাই ছিল না। বলা যায়, মেডাম খালেদা জিয়ার নিরাপত্তা ও গতিবিধির পুরোটাই তত্ত্বাবধান করেছিল তখনের আইন বাহিনী।

এমনকি এটাও শুনেছিলাম, মেডামের আগমনের দিন যারা নাশকতা করবে, তাদের দল বিবেচনা না করেই গুলি করা হবে। 

এই কারণেই সেদিন অন্যকোন কোন দলের তৎপরতা , এমনকি বিএনপির অভ্যন্তরীণ কোন্দলও হয়নি। 

🌟 বাড়ির সামনে আবার ✒ 

সেদিনও আমি বারান্দায় দাঁড়িয়ে ছিলাম। তবে আমি ছিলাম শার্ট - প্যান্ট পরিহিত। তিনি গাড়িতে করে গিয়েছিলেন নান্দাইলের পঞ্চাশ শয্যা হসপিটাল https://parg.co/bRAk উদ্বোধন করার জন্য। 

দুইবারে দেখেছিলাম, বিরোধী দলে থাকা মেডাম খালেদা জিয়া আর প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরাট পার্থক্য। 

২০০১ সালে তিনির সাধারণভাবে আগমন আর ২০০৬ সালে ব্যাপক নিরাপত্তায় আগমন। ২০০১ সালে আমি ছিলাম বালক আর ২০০৬ সালে কিশোর। 

সেদিনও তিনি হাত নেড়েছিলেন আর আমিও দেখাদেখি হাত নেড়েছিলাম। 

তবে ২০০১ সালের আর ২০০৬ সালের অনেক ব্যবধান। 

🌟 ২০০৬ সালের দেখা ✒ 

তখন সারাদেশে বাংলা ভাই আর বুড়া হুজুরের তাণ্ডবের কারণে পরিবেশ ছিল থমথমে। 

কলেজে যাওয়া - আসার সময় প্রায়ই ব়্যাব - পুলিশের অস্রধারী লোকদের দেখতাম। 

দেশের পরিস্থিতিটা এমন ছিল যে, বাংলা ভাই আর বুড়া হুজুরের নেতৃত্বে জেএমবি বাংলাদেশের ক্ষমতা দখল করেই থামবে। 

এমন পরিস্থিতিতে তখনের প্রধানমন্ত্রী মেডাম খালেদা জিয়ার আগমন অবশ্যই অন্যরকম ছিল। 

🌟 বিরাট অভিজ্ঞতা ✒ 

বিভিন্ন গল্পে, বিশেষ করে ইয়ান ফ্লেমিং আর মারিও পুজোর উপন্যাসে পড়েছিলাম এবং বিভিন্ন সিনেমায় দেখেছিলাম, গভমেন্টের বাইরেও বিশেষ একধরনের লোক আছে, যাদের ক্ষমতা গভমেন্টের চেয়েও বেশি। 

কিন্তু উক্ত গাল-গপ্পো মিথ্যা প্রমাণিত হয়েছিল মেডাম খালেদা জিয়ার আগমনে। 

তথাকথিত গডফাদার, মাফিয়া ডন অথবা তৃতীয় শক্তির গপ্পো আর ধারণা, সকল কিছুই মিথ্যা প্রমাণিত হয়েছিল। 

এমনকি বাংলা ভাই আর বুড়া হুজুরের মত মিলিশিয়া লিডাররাও ক্ষমতার দিক দিয়ে দেশের গভমেন্ট প্রধানের বিপরীতে যে কত নগন্য, সেটা আমি নিজে সেদিন দেখেছিলাম।

সেদিন যদি মেডাম খালেদা জিয়া আমার বাড়ির সামনে না আসতেন, তবে উনার সেই ক্ষমতাও দেখতাম না। আর তিনিকে ২০০১ সালে দেখা মেরিলিন মনরোদের মত নিছক সুন্দর মহিলাই মনে হত। 

🌟 কলেজের মাঠে ✒ 

কলেজের মাঠেও গিয়েছিলাম। সেই স্থানেও মঞ্চের কাছ থেকে দেখেছিলাম। সেদিন ময়নসিংহের প্রয়াত নাজমুল হুদা, প্রয়াত মোশাররফ সাহেবসহ অনেক নেতাই উপস্থিত ছিলেন। কিন্তু মেডাম খালেদা জিয়ার সামনে তিনিদের ব্যক্তিত্ব ছিল ম্লান, যেমনটা সূর্যের সামনে জ্বলন্ত মোমবাতি ম্লান থাকে। 

🌟 স্মরণীয় দিন ✒ 

আমার জীবনে অনেক স্মরণীয় দিন আছে, সেগুলোর মধ্যে মেডাম খালেদা জিয়ার ২০০৬ সালে আমার বাড়ির সামনে আগমন অন্যতম।

🌟 উপসংহার ✒ 

অবশেষে এটাই বলবো, আমার সময়ে রাণী ক্লিওপেট্রাকে পাইনি, কিন্তু প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পেয়েছি। ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman 

Comments

Popular posts from this blog

151)POWER OF THE PRIME MINISTER.(প্রধানমন্ত্রীর দাপট।) - Written by Junayed Ashrafur Rahman

2) What will you do in the future (কী করবে তুই)?