102) পনের বছর পরে। - Written by Junayed Ashrafur Rahman ✒

102) ⏰🗺️🇧🇩💣☠️👹 পনের বছর পরে। - Written by Junayed Ashrafur Rahman https://parg.co/bfva ✒ 

পনের বছর আগে সারাদেশে জেএমবির বোমা হামলা র কারণে এক জেলার মানুষ আরেক জেলায় যাওয়া ছিলো প্রায় আতঙ্কের একটা ব্যাপার।

আর এখন পনের বছর পরে করোনা (কারো মতে , " উহান ") ভাইরাসের কারণে প্রায় কারফিউ হওয়ার মতো অবস্থা। 

🌟 2005 সালে আমরা ময়মনসিহের নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজে ইন্টারমেডিয়েটের শিক্ষার্থী ছিলাম। 

তখন সারা দেশে জেএমবির বোমা হামলার কারণে নান্দাইলের প্রায় সকলেই প্রয়োজন ছাড়া অন্য কোন জেলায় - বিশেষ করে দূরের জেলায় না যেতেন। 

আর যদি লেখা - পড়া অথবা কাজের জন্য দূরের কোন জেলায় ( সিলেট , চট্টগ্রাম ...... ) কেউকে যেতে হতো - তবে তিনিরা নান্দাইল পৌরসভা থেকে নাগরিক সনদ নিয়ে যেতেন। 
যেন অচেনা মানুষ হওয়ার কারণে সংশ্লিষ্ট জেলার লোকেরা বোমারু জেএমবি মনে করে পুলিশে ধরিয়ে না দেন। 

এভাবেই পনের বছর আগে , মানে 2005 সালে জেএমবির কারণে মানুষ আতঙ্কিত হয়ে সাধারণ কাজের ব্যাপারেও ভয় পেতেন। 

🌟 এখন মানে 2020 সালের মার্চ মাসে উহান / করোনা ভাইরাসের কারণে পরশু দিন মাইকিং করে যে কোন সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে আমাদের নান্দাইলে। 

শুধু তাই না , সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ ঘোষণা করা হয়েছে। 

এগুলো 2005 সালে জেএমবির বোমা হামলার সময়ও করা হয়নি। 

🌟 তাই বাধ্য হয়েই বলতে হচ্ছে , প্রাকৃতিক এই বিপর্যয় জেএমবি তো বটেই , যে কোন যুদ্ধের চেয়েও আতঙ্কের ব্যাপারে পরিণত হয়েছে। 

🌟 আল্লাহ্ রহম করুন , করোনা / উহান ভাইরাস যেন না হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষতির মতো ব্যাপারে পরিণত। ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman 

Comments

Popular posts from this blog

707)After the fantasy of ministry.(মন্ত্রিত্বের ফ্যান্টাসির পরে।)– Written by Junayed Ashrafur Rahman

165)How Osama bin Laden's followers were active in Bangladesh.(বাংলাদেশে উসামা বিন লাদেনের অনুসারীরা যেভাবে সক্রিয় ছিলো।) - Written by Junayed Ashrafur Rahman

166) যেভাবে দাউদ ইব্রাহিমের অনুসীরা বাংলাদেশে সক্রিয় ছিলো(IN BANGLADESH, HOW FOLLOWERS OF Dawood Ibrahim WERE ACTIVE) -Written by Junayed Ashrafur Rahman