102) পনের বছর পরে। - Written by Junayed Ashrafur Rahman ✒

102) ⏰🗺️🇧🇩💣☠️👹 পনের বছর পরে। - Written by Junayed Ashrafur Rahman https://parg.co/bfva ✒ 

পনের বছর আগে সারাদেশে জেএমবির বোমা হামলা র কারণে এক জেলার মানুষ আরেক জেলায় যাওয়া ছিলো প্রায় আতঙ্কের একটা ব্যাপার।

আর এখন পনের বছর পরে করোনা (কারো মতে , " উহান ") ভাইরাসের কারণে প্রায় কারফিউ হওয়ার মতো অবস্থা। 

🌟 2005 সালে আমরা ময়মনসিহের নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজে ইন্টারমেডিয়েটের শিক্ষার্থী ছিলাম। 

তখন সারা দেশে জেএমবির বোমা হামলার কারণে নান্দাইলের প্রায় সকলেই প্রয়োজন ছাড়া অন্য কোন জেলায় - বিশেষ করে দূরের জেলায় না যেতেন। 

আর যদি লেখা - পড়া অথবা কাজের জন্য দূরের কোন জেলায় ( সিলেট , চট্টগ্রাম ...... ) কেউকে যেতে হতো - তবে তিনিরা নান্দাইল পৌরসভা থেকে নাগরিক সনদ নিয়ে যেতেন। 
যেন অচেনা মানুষ হওয়ার কারণে সংশ্লিষ্ট জেলার লোকেরা বোমারু জেএমবি মনে করে পুলিশে ধরিয়ে না দেন। 

এভাবেই পনের বছর আগে , মানে 2005 সালে জেএমবির কারণে মানুষ আতঙ্কিত হয়ে সাধারণ কাজের ব্যাপারেও ভয় পেতেন। 

🌟 এখন মানে 2020 সালের মার্চ মাসে উহান / করোনা ভাইরাসের কারণে পরশু দিন মাইকিং করে যে কোন সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে আমাদের নান্দাইলে। 

শুধু তাই না , সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ ঘোষণা করা হয়েছে। 

এগুলো 2005 সালে জেএমবির বোমা হামলার সময়ও করা হয়নি। 

🌟 তাই বাধ্য হয়েই বলতে হচ্ছে , প্রাকৃতিক এই বিপর্যয় জেএমবি তো বটেই , যে কোন যুদ্ধের চেয়েও আতঙ্কের ব্যাপারে পরিণত হয়েছে। 

🌟 আল্লাহ্ রহম করুন , করোনা / উহান ভাইরাস যেন না হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষতির মতো ব্যাপারে পরিণত। ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman 

Comments

Popular posts from this blog

151)POWER OF THE PRIME MINISTER.(প্রধানমন্ত্রীর দাপট।) - Written by Junayed Ashrafur Rahman

207 ) রবি ঠাকুরের বিশ্বভারতীতে হামলা প্রসঙ্গে (ABOUT THE ATTACK IN VISHYABHARATI OF Rabi Tagore)।-Written by Junayed Ashrafur Rahman