121 ) কর্নেল ফারুক ও কর্নেল তাহের : - দণ্ডপ্রাপ্ত একই স্বভাবের দুই ব্যক্তি (Colonel Faruque AND Colonel Taher : - ACUSED TWO PERSONS OF SIMILAR PERSONALITY)।

121 ) কর্নেল ফারুক ও কর্নেল তাহের : - দণ্ডপ্রাপ্ত একই স্বভাবের দুই ব্যক্তি (Colonel Faruque AND Colonel Taher : - PUNISHED TWO PERSONS OF SIMILAR PERSONALITY) ।

কর্নেল ফারুক দণ্ডিত হয়েছিলো বঙ্গবন্ধুকে হত্যার কারণে - আর কর্নেল তাহের দণ্ডিত হয়েছিলো 1975 সালের 7 নভেম্বরে সিপাহি বিদ্রোহের নেতৃত্বের মাধ্যমে রাষ্ট্রদ্রোহিতার কারণে।

আবার , কর্নেল ফারুকের দণ্ড কার্যকর করা হয়েছিলো আদালতের রায়ের মাধ্যমে - কিন্তু কর্নেল তাহেরের দণ্ড কার্যকর করা হয়েছিলো মার্শাল ল' (কোর্ট মার্শাল) অর্থাৎ , সেনাবাহিনীর নিজস্ব আদালতের মাধ্যমে।

🌟 কর্নেল ফারুক নিজের নির্ভয়তা আর দাম্ভিকতা প্রকাশ করেছিলো সিগারেট খেয়ে - কিন্তু কর্নেল তাহের তার দাম্ভিকতা প্রকাশ করেছিলো অন্যরকমভাবে।


🌟 ওজু - গোসল করার পর , জেলখানার ইমাম সাহেব তওবা করার জন্য বললে - কর্নেল তাহের বলেছিলো , সে জীবনে এমন কোন পাপ করেনি - যে কারণে আজ (মানে , ফাঁসির সময়) ওকে তওবা করতে হবে।

পরে , সে নিজে নিজে শেভ করে অর্থাৎ ব্লেড দিয়ে দাড়ি কেটে মুখ পরিস্কার করে এবং ✂ কাঁচি দিয়ে গোঁফ কেটে পরিপাটি করে।

এরপর নিজে নিজেই নতুন কাপড় পরিধান করে।

🌟 1971 সালের মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনীর গুলিতে কর্নেল তাহেরের একটা পা আহত হয় এবং পরে ওর সেই পা কাটতে হয়েছিলো।

তাই সে কাঠের তৈরি কৃত্রিম পা ও ক্রাচ ব্যবহার করতো।

তাই ফাঁসির আগে নিজেই কৃত্রিম পা ঠিকমতো সংযোগ করে এবং ক্রাচে ভর দিয়ে ফাঁসির মঞ্চে উঠে।

এরপর ফাঁসি কার্যকর করা হয়। আর সেই সময়টাতে কর্নেল তাহের কোন ভয় - ভীতির দ্বারা প্রভাবিত হয়নি। 

🌟 আমি অবাক হই কর্নেল তাহেরের দাম্ভিকতা আর দুঃসাহসের কারণে।

কতটুকু দুঃসাহস হলে একজন পঙ্গু মানুষ ফাঁসির সময় এমনটা করতে পারে ?!! 

🌟 তাই কর্নেল ফারুক আর কর্নেল তাহের আলাদা কারণে মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেও একই স্বভাবের মানুষ !!! 

Comments

Popular posts from this blog

707)After the fantasy of ministry.(মন্ত্রিত্বের ফ্যান্টাসির পরে।)– Written by Junayed Ashrafur Rahman

137 ) আমার আব্বার ইন্তেকালের দুই বছর প্রসঙ্গে (ABOUT TWO YEARS DEATH OF THE FATHER OF MINE ) ! - 🙌🏻⌨️📲 Written by Junayed Ashrafur Rahman ✒