151)POWER OF THE PRIME MINISTER.(প্রধানমন্ত্রীর দাপট।) - Written by Junayed Ashrafur Rahman

151)POWER OF THE PRIME MINISTER.(প্রধানমন্ত্রীর দাপট।) - Written by Junayed Ashrafur Rahman http://ow.ly/efEw102XXHZ ✒ 

"The power of the Prime Minister or the President of any country means that the exercise of power is greater than that of any other person in the country concerned." 

 In my experience, I have seen the power of the Prime Minister in 2006, 2008, 2013 and 2014.
 That is why I have given the title of this article "Power of the Prime Minister".

 However, in 2008 no prime minister was in power, but the caretaker government's chief adviser. Fakhruddin was the person in power of the Prime Minister. That is why I have included him in this article.

  🌟 The power of Madam Khaleda Zia as the Prime Minister ✒ 

 Since Madam Khaleda was the first woman Prime Minister and Head of Government of Bangladesh. That is why I, as a historian, have included him at the beginning of my writing.

 Until 1990, Bangladesh had a presidential system of government, but in 1990, the then President Ershad was removed from power through a mass movement and new elections were held.

 The current Prime Minister Sheikh Hasina and former Prime Minister Madam Khaleda Zia removed Mr. Ershad from power in 1990 through a joint movement.

 However, during the movement. The words that Madam Khaleda Zia gave to Sheikh Hasina mean that Madam Khaleda Zia did not keep her promise after removing Ershad from power.

 If not, or instead of Madam Khaleda Zia in 1991. Sheikh Hasina was the first woman Prime Minister and Head of Government of Bangladesh.

 However, they both deal with their confidence as they choose to embark on their play activities. But I am writing as a historian.

 In 1996, when Madam Khaleda Zia amended the law and re-elected herself, she became the Leader of the Opposition. Sheikh Hasina opposed it through movement.

 So Madam Khaleda Zia was defeated in the movement or left power of her own free will.

 Although there was a movement for a new neutral election then, as the Prime Minister, Madam Khaleda Zia could not show her power or refrained from showing it - that is what Madam Khaleda Zia can say.

 In 1996, Dr.Sheikh Hasina took power, Madam Khaleda Zia was not very active as the Leader of the Opposition.

 So from 1996 to 2001, I did not see the power of the Prime Minister.

  In 2001, Madam Khaleda Zia became the Prime Minister again through a four-party alliance.

 I am not saying that the period from 2001 to 2006 was a time of corruption in Bangladesh. Rather, it was a time of "rolling sugarcane," meaning, "take your position as you please." A lot like that.

 The beginning of 2004 means that the country was running almost normally till February.

 But in March-April, the media, administration and politics of Bangladesh came to a head with the arrival of Banglabhai and Bura Huzur (OLD TEACHER).

 Much like the arrival of comets and meteorites in the sky.

 Their malpractice and sabotage began more strongly than the malpractices of all the political and secret organizations of the past.

 Meanwhile, ten truckloads of smuggling weapons were seized in Chittagong in April.

 Again on the 21st of August there was a terrible grenade attack.

 All in all, 2004 was the year of events and accidents in Bangladesh.

 The then opposition party Awami League was preparing for a tough movement due to the grenade attack on 21 August - but the Awami League reduced its movement on 17 August 2005 with a series of JMB bombings led by Banglabhai and Bura Huzur and subsequent attacks.

 And why not reduce? The Awami League is a democratic party - but the JMB is a militant party. So why the Awami League will be united with JMB?

 But Prime Minister Khaleda Zia took over as head of government in early 2006.

 He ordered the police administration of Bangladesh to arrest Banglabhai and Bura Huzur. So began the administration's more vigorous activities throughout the country.

 Meanwhile, Madam Khaleda Zia came to our Nandail as the Prime Minister almost unexpectedly and almost with surprise.

 She showed how the power of the Prime Minister?

 The power of the head of government is far greater than that of any militant leader or so-called mafia don or mafia godfather.

 Shortly after she left Nandail, Bura Huzur was arrested from "Surya Dighal Bari in Sylhet" and Banglabhai from Shalban in Muktagachha, Mymensingh.

 In this way, the then Prime Minister Madam Khaleda Zia showed the power of the Prime Minister to the people all over the country.

 🌟 As the chief adviser to the caretaker government, Fakhruddin's power ✒ 

 Before leaving power in 2006, Khaleda Zia appointed a controversial figure as head of the caretaker government.

 Therefore, the leaders of the Awami League thought that fair elections would not be held in the country under the caretaker government.

 Therefore, the Awami League and the other thirteen parties in the alliance (according to Mr. Mirza Abbas, who are the thirteen Tokai) have strongly demanded the removal of that chief adviser.

 So the then President Dr.Iajuddin appointed.Fakhruddin as the chief adviser.

 But to me Dr. Fakhruddin's actions were strange.

 The main responsibility of the chief adviser of the caretaker government is to organize the right elections.

 Instead, he began to reform the country's politics.

 Dr. Sheikh Hasina was arrested, Madam Khaleda Zia was sent to exile abroad and finally sent to jail.

 And started case after case in the name of politicians all over the country.

 Not only that, the prices of daily necessities also skyrocketed.

 In 2006, the price of beef was 135 taka per kg - but Due to Dr. Fakhruddin the price went up. Not only beef but also other food items became more expensive.

 In other words, in the name of the country's amendment.Fakhruddin created anarchy.

 And the evils of that anarchy were still active after 2009.

 One of these evils is the 2009 BDR mutiny.

 Although the BDR mutiny was due to internal reasons of the BDR headquarters - but Dr.Fakhruddin's anarchy also had a bad effect on it.

 Because,During Dr.Fakhruddin's tenure, the army was unnecessarily used against the people - which is why the BDR's Peelkhana sepoys Fakhruddin's bad influence had affected.

  Finally with the election. Fakhruddin left the country - but from 2006 to 2008, the then two former prime ministers. Sheikh Hasina and Madam Khaleda Zia showed the people of the country, how is the power of the Prime Minister?

 🌟 As the Prime Minister. Sheikh Hasina's power ✒ 

 From 1996 to 2001, then Prime Minister Sheikh Hasina did not show the power.

 But he showed dominance in 2012 and 2014.

 Although she had the opportunity to show her strength due to the BDR mutiny in 2009, she took the matter to court.

 But power showed when Hefazat-e-Islam laid siege to Dhaka in 2013.

 The movement of many hujurs of Bangladesh on the issue of court verdict on fatwa in 2001 - then as the Prime Minister Dr. Sheikh Hasina was almost silent.

 But in 2013, Hefazat-e-Islam was forced to leave Dhaka. It can be said that Hefazat was torn to pieces.

 When the new election in 2013. Sheikh Hasina was getting ready - at that time BNP as an opposition party was strongly opposing.

 Even then, Mirza Fakhrul said in a rally that Prime Minister Sheikh Hasina is afraid of her own shadow.

 But in 2014. When Sheikh Hasina came to power again, she proved that she is not afraid of her own shadow.

 Again, Madam Khaleda Zia, as the former Prime Minister, showed her power by ordering her party leaders and workers across the country to bring her party to power.

 So there was a lot of movement in the whole country in 2014 - but Dr. Sheikh Hasina as the Prime Minister also showed counter power.

 And now in 2020 I feel proud of myself for the reason that Madam Khaleda Zia, Dr. Sheikh Hasina and Dr. Fakhruddin, I got the Prime Minister.

 And more proud is that, as the Prime Minister of my country. At present, Sheikh Hasina is one of the most powerful Prime Ministers in the world.

 That is the power of the Prime Minister. ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman
24°33'58.6"N 90°41'30.4"E
http://ow.ly/QvJm1036lYy
Nandail Municipality, Mymensingh, Bangladesh.
Junayedmn1@gmail.com
+8801611112262 & +8801711374824
📄 My writing in accordance with the subject (বিষয় অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/S5LA103gh0h

⌨️ My writing according to the serial (সিরিয়াল অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/BM6O102wF8n 

যেকোন দেশের প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতির দাপট মানে ক্ষমতার বহিঃপ্রকাশ সংশ্লিষ্ট দেশের যে কোন ব্যক্তির চেয়ে বেশি হয়ে থাকে। 

আমার অভিজ্ঞতায়  আমি দেখেছি প্রধানমন্ত্রীর দাপট  2006 , 2008 , 2013 এবং 2014 সালে। 
তাই এই লিখার শিরোনাম দিয়েছি "প্রধানমন্ত্রীর দাপট" ।

তবে , 2008 সালে কোন প্রধানমন্ত্রী ক্ষমতায় না থাকলেও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তখন ড. ফখরুদ্দীন ছিলেন প্রধানমন্ত্রীর ক্ষমতার অধিকারি ব্যক্তি। তাই তাকেও এই লিখায় অন্তর্ভুক্ত করেছি।

🌟 প্রধানমন্ত্রী হিসেবে মেডাম খালেদা জিয়ার দাপট

যেহেতু মেডাম খালেদা ছিলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ও সরকার প্রধান। তাই আমি একজন ঐতিহাসিক হিসেবে তিনিকেই আমার এই লিখার প্রথমে অন্তর্ভুক্ত করেছি।

1990 সাল পর্যন্ত বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থাকলেও 1990 সালে সেই সময়ের রাষ্ট্রপতি এরশাদ সাহেবকে গণআন্দোলনের মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়ে নতুন ইলেকশন করা হয়।

বর্তমান প্রধানমন্ত্রী ড. শেখ হাসিনা এবং সাবেক প্রধানমন্ত্রী মেডাম খালেদা জিয়া 1990 সালে সম্মিলিত আন্দোলনের মাধ্যমে এরশাদ সাহেবকে ক্ষমতা থেকে নামিয়েছিলেন।

তবে নাকি , তখনের আন্দোলনের সময়ে ড. শেখ হাসিনাকে মেডাম খালেদা জিয়া যে সকল কথা দিয়েছিলেন , সেই কথা মানে প্রতিশ্রুতি মেডাম খালেদা জিয়া রাখেননি এরশাদ সাহেবকে ক্ষমতা থেকে সরানোর পরে।

সেটা না হলে নাকি 1991 সালে মেডাম খালেদা জিয়ার পরিবর্তে ড. শেখ হাসিনা বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ও সরকার প্রধান হতেন।

তবে , আসল ঘটনাটা প্রকৃতপক্ষে তিনিরা দুজনেই বলতে পারবেন। আমি তো একজন ঐতিহাসিক হিসেবে লিখছি। 

1996 সালে যখন মেডাম খালেদা জিয়া আইন সংশোধন করে নিজেরা নিজেরা নির্বাচন করে আবার ক্ষমতায় এসেছিলেন - সেই সময়ের বিরোধী দলীয় নেতা হিসেবে ড. শেখ হাসিনা আন্দোলনের মাধ্যমে বিরোধিতা করেছিলেন।

তাই মেডাম খালেদা জিয়া আন্দোলনে পরাজিত হয়ে অথবা নিজের ইচ্ছায় ক্ষমতা ত্যাগ করেছিলেন।

নতুন নিরপেক্ষ নির্বাচনের জন্য তখন আন্দোলন হলেও প্রধানমন্ত্রী হিসেবে মেডাম খালেদা জিয়া দাপট দেখাতে পারেননি অথবা দেখানো থেকে বিরত ছিলেন - সেটা বলতে পারবেন মেডাম খালেদা জিয়াই ।

🌟 1996 সালে ড. শেখ হাসিনা ক্ষমতা গ্রহণ করার পরে বিরোধি দলীয় নেতা হিসেবে মেডাম খালেদা জিয়া তেমন তৎপর ছিলেননা।

তাই 1996 থেকে 2001 সাল পর্যন্ত আমি দেখিনি প্রধানমন্ত্রীর দাপট।

🌟 2001 সালে চার দলীয় জোটের মাধ্যমে মেডাম খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হলেন। 

আমি বলছিনা যে , 2001 থেকে 2006 সাল পর্যন্ত সময়টা ছিলো বাংলাদেশের দুর্নীতির সময়। বরং ঐ সময়টা ছিলো "আখের গুটানোর সময়" মানে , "যে যেভাবে যেমন পারো , নিজের পজিশন করে নেও। " অনেকটা ঐরকম সময়।

2004 সালের শুরু মানে ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় স্বাভাবিকভাবেই দেশ চলছিলো। 

কিন্তু মার্চ - এপ্রিল মাসে বাংলাদেশের মিডিয়া , প্রশাসন আর রাজনীতিতে আলোড়ন তুলে আগমন ঘটলো বাংলাভাই আর বুড়া হুজুরের (OLD TEACHER) ।

অনেকটা আকাশের ধূমকেতু আর উল্কাপিণ্ডের যেভাবে আগমন ঘটে। 

অতীতের সকল রাজনৈতিক এবং গুপ্ত সংগঠনের অপতৎপরতার চেয়ে বেশি জোড়ালোভাবে শুরু হয় ওদের অপতৎপরতা আর নাশকতা। 

এরই মধ্যে আবার এপ্রিল মাসে চট্টগ্রামে আটক হয় দশ ট্রাক চোরাচালানের অস্ত্র। 

আবার আগস্ট মাসের 21 তারিখে হয় ভয়াবহ গ্রেনেড হামলা। 

সকল কিছু মিলিয়ে 2004 সালটা ছিলো বাংলাদেশের ঘটনা ও দুর্ঘটনার বছর। 

21 আগস্ট গ্রেনেড হামলার কারণে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ কঠোর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিলো - কিন্তু 2005 সালের 17 আগস্ট বাংলাভাই আর বুড়া হুজুরের নেতৃত্বে জেএমবির সিরিজ বোমা হামলা এবং পরে একের পর এক হামলার কারণে আওয়ামী লীগ নিজেদের আন্দোলন কমিয়ে দেয়। 

আর কমাবে না কেন ? আওয়ামী লীগ হচ্ছে গণতান্ত্রিক একটা দল - কিন্তু জেএমবি হচ্ছে একটা জঙ্গি দল (MILITIA TEAM)। তাই জেএমবির সঙ্গে আওয়ামী লীগের একাত্ম হবে কেন ?

কিন্তু সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী মেডাম খালেদা জিয়া 2006 সালের শুরুর দিকে তৎপর হলেন। 

বাংলাদেশের পুলিশ প্রশাসনকে হুকুম দিলেন বাংলাভাই আর বুড়া হুজুরকে গ্রেফতার করার জন্য। তাই শুরু হলো সারাদেশে প্রশাসনের আরও প্রবল তৎপরতা। 

* এরই মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে প্রায় অপ্রত্যাশিতভাবে এবং প্রায় চমকে দিয়েই মেডাম খালেদা জিয়া এসেছিলেন আমাদের  নান্দাইলে। 

তিনি দেখিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রীর দাপট কেমন হয় ?

যেকোন জঙ্গি নেতা (MILITIA LEADER) অথবা তথাকথিত মাফিয়া ডন অথবা মাফিয়া গডফাদারের চাইতে সরকার প্রধানের ক্ষমতা অনেক অনেক বেশি। 

তিনি নান্দাইল থেকে যাওয়ার কিছুদিন পরেই বুড়া হুজুরকে " সিলেটের সূর্য দীঘল বাড়ি " থেকে এবং বাংলাভাইকে ময়মনসিহের মুক্তাগাছার শালবন থেকে গ্রেফতার করা হয়। 

এভাবেই তৎকালীন প্রধানমন্ত্রী মেডাম খালেদা জিয়া সারাদেশের মানুষকে দেখিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রীর দাপট। 

🌟 তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে  ড. ফখরুদ্দীনের দাপট ✒ 

2006 সালে মেডাম খালেদা জিয়া ক্ষমতা ত্যাগের আগে একজন বিতর্কিত ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন। 

তাই আওয়ামী লীগের নেতৃবৃন্দ মনে করেছিলেন যে , দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবেনা। 

তাই ঐ প্রধান উপদেষ্টার অপসারণের জন্য আওয়ামী লীগ ও জোটবদ্ধ বাকি তেরো দল (মির্জা আব্বাস সাহেবের মতে যারা হচ্ছে তেরোটা টোকাই) জোড়ালো দাবি করে। 

তাই তৎকালীন রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন সাহেব নিয়োগ দিলেন ড. ফখরুদ্দীনকে প্রধান উপদেষ্টা হিসেবে। 

* কিন্তু আমার কাছে ড. ফখরুদ্দীনের কর্মকাণ্ড ছিলো রীতিমতো অদ্ভুত ব্যাপার । 

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার প্রধান দায়িত্ব হচ্ছে সঠিক নির্বাচনের আয়োজন করা। 

তিনি সেটা না করে দেশের রাজনীতির সংশোধন শুরু করলেন। 

ড. শেখ হাসিনাকে গ্রেফতার করালেন , মেডাম খালেদা জিয়াকে বিদেশে নির্বাসনে প্রেরণের ব্যবস্থা করে শেষে জেলে প্রেরণ করলেন। 

আর সারাদেশের রাজনীতিকদের নামে শুরু করলেন মামলার পরে মামলা। 

শুধু তা - ই না , নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও হঠাৎ করে বৃদ্ধি পেলো। 

2006 সালে গরুর মাংসের দাম ছিলো 135 টাকা কেজি - কিন্তু ড. ফখরুদ্দীনের কারণে দাম গেলো বেড়ে। শুধু গরুর মাংস না , বরং অন্যান্য খাদ্য দ্রব্যের দামও বৃদ্ধি পেলো। 

বলতে গেলে , দেশের সংশোধনের নামে ড. ফখরুদ্দীন অরাজকতার সৃষ্টি করেছিলেন। 

আর ঐ অরাজকতার কুফল 2009 সালের পরেও সক্রিয় ছিলো। 

ঐসকল কুফলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে 2009 সালের বিডিআর বিদ্রোহ। 

বিডিআর বিদ্রোহ যদিও বিডিআরের হেডকোর্টারের অভ্যন্তরীণ কারণে হয়েছিলো - কিন্তু ড. ফখরুদ্দীনের অরাজকতারও কুপ্রভাব ছিলো তাতে। 

কেননা , ড. ফখরুদ্দীনের আমলে সেনাবাহিনীকে অপ্রয়োজনীয়ভাবে জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিলো - যে কারণে বিডিআরের পিলখানার সিপাহিদেরকে ড. ফখরুদ্দীনের কুপ্রভাব প্রভাবিত করেছিলো । 

* অবশেষে নির্বাচন দিয়ে ড. ফখরুদ্দীন দেশ ত্যাগ করলেন - কিন্তু 2006 থেকে 2008 সাল পর্যন্ত সেই সময়ের সাবেক দুই প্রধানমন্ত্রী ড. শেখ হাসিনা আর মেডাম খালেদা জিয়াসহ দেশের মানুষকে দেখিয়ে দিয়েছিলেন , প্রধানমন্ত্রীর দাপট কেমন হয় ?

🌟 প্রধানমন্ত্রী হিসেবে  ড. শেখ হাসিনার দাপট ✒ 

1996 থেকে 2001 পর্যন্ত দাপট দেখানোর মতো তেমন কোন বড় ঘটনা ঘটেনি - সেই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাপট দেখাননি। 

কিন্তু তিনি দাপট দেখালেন 2012  এবং 2014 সালে ।

2009 সালে বিডিআর বিদ্রোহের কারণে দাপট দেখানোর সুযোগ থাকলেও তিনি বিষয়টা আদালতের প্রক্রিয়ায় দিয়েছিলেন । 

* কিন্তু দাপট দেখালেন 2013 সালে হেফাজতে ইসলাম যখন ঢাকা ঘেরাও করেছিলো। 

2001 সালে ফতোয়ার ব্যাপারে আদালতের রায়ের ইস্যুতে বাংলাদেশের অনেক হুজুর যেসব আন্দোলন করেছিলেন - তখন প্রধানমন্ত্রী হিসেবে ড. শেখ হাসিনা প্রায় নীরবই ছিলেন। 

কিন্তু 2013 সালে হেফাজতে ইসলামকে ঢাকা ত্যাগ করতে বাধ্য হরেছিলেন। যাকে বলা যায় , একেবারে ফাটাকেষ্ট হয়ে হেফাজতকে ফাটিয়ে দিয়েছিলেন 

* 2013 সালে যখন নতুন নির্বাচনের জন্য ড. শেখ হাসিনা প্রস্তুত হচ্ছিলেন - তখন বিরোধি দল হিসেবে বিএনপি প্রচণ্ড বিরোধিতা করছিলো। 

এমনকি , তখন মির্জা ফখরুল সাহেব এক সমাবেশে বলেছিলেন , প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের ছায়াকেও ভয় পাচ্ছেন। 

* কিন্তু 2014 সালে ড. শেখ হাসিনা আবার ক্ষমতায় এসে প্রমাণ করে দিয়েছিলেন , তিনি নিজের ছায়াকে পান না ভয় । 

আবার , মেডাম খালেদা জিয়াও সাবেক প্রধানমন্ত্রী হিসেবে দাপট দেখালেন , সারাদেশে নিজের দলীয় নেতাকর্মীদের হুকুম দিলেন নিজেদের দলকে ক্ষমতায় নেয়ার জন্য। 

তাই সারাদেশে 2014 অনেকটা সময় প্রচণ্ড আন্দোলন করেছিলো - কিন্তু ড. শেখ হাসিনাও প্রধানমন্ত্রী হিসেবে পাল্টা দাপট দেখিয়ে দিয়েছিলেন। 

🌟 আর এখন 2020 সালে আমি নিজেকে গর্বিত মনে করি এই কারণে যে , মেডাম খালেদা জিয়া , ড. শেখ হাসিনা আর ড. ফখরুদ্দীনের মতো দাপটি প্রধানমন্ত্রী পেয়েছি। 

🌟 এবং আরও গর্ব হয় যে , আমার দেশের প্রধানমন্ত্রী হিসেবে ড. শেখ হাসিনা বর্তমান সময়ে বিশ্বের অন্যতম দাপটি (ক্ষমতাওয়ালা) প্রধানমন্ত্রীদের একজন।

একেই বলে প্রধানমন্ত্রীর দাপট। 


Comments

Popular posts from this blog

707)After the fantasy of ministry.(মন্ত্রিত্বের ফ্যান্টাসির পরে।)– Written by Junayed Ashrafur Rahman

202)THE DATE IS 17 AUGUST.(তারিখটা 17 আগস্ট।)।-Written by Junayed Ashrafur Rahman