181) জেএমবিতে পরিবারতন্ত্র (FAMILY SUCCESSION IN JMB)।-Written by Junayed Ashrafur Rahman
181) জেএমবিতে পরিবারতন্ত্র (FAMILY SUCCESSION IN JMB)।-Written by Junayed Ashrafur Rahman ✒
জ্বী , জ্বী , জেএমবিতেও পরিবারতন্ত্রের চরম চর্চা হয়েছিলো।
ঐ বিষয়ে আমি একজন ঐতিহাসিক হিসেবে আলোচনা করছি।
2004 সালে বাংলা ভাই যখন রাজশাহী অঞ্চলে চারু মজুমদারের ভাবশিষ্য চরমপন্থী সর্বহারাদেরকে খুন করার জন্য কিশোর আর তরুণদেরকে সঙ্গে নিয়ে একের পর এক অভিযান করছিলো - তখন জামালপুরের বুড়া হুজুরও (OLD TEACHER) বাংলা ভাইদের সঙ্গে যোগ দিয়ে মানুষ খুন করে।
প্রশাসনের কারণেই হউক অথবা নিজেদের কৌশল হিসেবেই হউক প্রায় এক বছর পালিয়ে থাকার পরে আবার 2005 সালের 17 আগস্ট সারাদেশে বোমা হামলা করে আবার মিলিশিয়া (জঙ্গি) কাজ শুরু করে।
তখন বুড়া হুজুর প্রায় স্বপরিবারে মিলিশিয়া কাজে জড়িত হয়।
বুড়া হুজুরের দ্বিতীয় স্ত্রী সঙ্গে আগে থেকে ছিলোই - সেই সঙ্গে যুক্ত করে ছোট ভাই আতাউর রহমান সানি এবং জামাতা আব্দুল আউয়ালকে আর অন্যান্য ঘনিষ্ঠ আত্মীয়দেরকে।
পরে আতাউর রহমান সানিকে ঢাকা পলিটেকনিক কলেজ থেকে গ্রেফতার করা হয়।
এবং আব্দুল আউয়ালসহ অন্যান্য মিলিশিয়া লিডারদেরকে বিভিন্ন স্হান থেকে গ্রেফতার করা হয়।
এবং 2007 সালের মার্চ মাসে ময়মনসিহের কারাগারে বাংলা ভাইয়ের সঙ্গে বুড়া হুজুর , জামাতা আব্দুল আউয়াল , ছোটভাই আতাউর রহমান সানি এবং আরও যাদেরকে সেই রাতে ফাঁসিতে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ওরাও নাকি বুড়া হুজুরের ঘনিষ্ঠ আত্মীয় ছিলো।
এভাবেই বাংলা ভাইয়ের সঙ্গে বুড়া হুজুরের পরিবারতন্ত্রের অবসান হয়।
🌟 বাংলাদেশ এমন একটা দেশ , যে দেশের মিলিশিয়া লিডাররাও পরিবারতন্ত্র ত্যাগ করতে পারেনি।
তাহলে রাজনীতিকরা পরিবারতন্ত্র ত্যাগ করবেন কেন ?
Comments
Post a Comment