207 ) রবি ঠাকুরের বিশ্বভারতীতে হামলা প্রসঙ্গে (ABOUT THE ATTACK IN VISHYABHARATI OF Rabi Tagore)।-Written by Junayed Ashrafur Rahman

 207 ) রবি ঠাকুরের বিশ্বভারতীতে হামলা প্রসঙ্গে (ABOUT THE ATTACK IN Visva-Bharatih ttps://is.gd/ocmeB OF Rabi Tagore)।-Written by Junayed Ashrafur Rahman ✒ 


🌟🌟🌟 ENGLISH VERSION ✒ 


 The recent attacks and unpleasant incidents of Ravi Tagore in Visva-Bharati have actually surprised us (the world humanity).


 🌟 Why That Attack ? ✒


 Why was that attack? - The correct answer but not yet revealed.


 The BJP is blaming the Trinamool Congress - again the Trinamool Congress.


 And lately, the tribals of Birbhum have been added.


 The actual reason for all this is no longer being revealed.


 🌟 Visva-Bharati and Ravi Tagore ✒ 


 Ravi Tagore founded Visva-Bharati with his own money and labor - but he dedicated it to the peoples.


 But now, if his descendants were to quarrel with each other over his property, it would not matter to us.


 But the problem that has started with the property donated by Ravi Tagore - there must be a solution.


 🌟 Ravi Tagore and Bengali society ✒ 


 In fact, apart from Ravi Tagore, it is difficult to imagine Bengali language and Bengali societies.


 Violence against property donated by such that person is no longer confined to West Bengal or India.


 That will become an international issue.


 🌟 Who are the criminals ? ✒


 Who are the criminals ? But it has not been revealed yet.


 Those who want to build the walls of Visva-Bharati - are they doing it for welfare, or for embezzlement? - It's a matter of investigation.


 Whether those who did not allow the walls to be erected and the gates were broken, did they do it to keep Ravi Tagore's Visva-Bharati open to the public, or to evict Visva-Bharati's property - this is also a matter of investigation.


🌟 Revealing the actual truth, Ravi Tagore's Visva-Bharati will be open to all countries - times - communities , this is what I expect.


🌟🌟🌟 BANGLA VERSION ✒ 


সাম্প্রতিক সময়ে রবি ঠাকুরের বিশ্বভারতীতে হামলা ও অপ্রীতিকর ঘটনা আমাদেরকে (বিশ্ববাসীকে) সত্যিই বিস্মিত করেছে।


🌟 কেন ঐ হামলা ? ✒


কেন ঐ হামলা করা হয়েছে ? - এর সঠিক উত্তর কিন্তু এখনও উদঘাটিত হয়নি। 


বিজেপি দোষারোপ করছে তৃণমূল কংগ্রেসকে - আবার বিজেপিকে তৃণমূল কংগ্রেস। 


এবং ইদানিং যুক্ত হয়েছে বীরভূমের আদিবাসীরা। 


এই সকল বিষয়ের মধ্যে আসল কারণটাই আর প্রকাশ করা হচ্ছে না। 


🌟 বিশ্বভারতী ও রবি ঠাকুর ✒ 


রবি ঠাকুর নিজের টাকা আর শ্রম দিয়ে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন - কিন্তু তিনি সেটা মানুষের জন্য উৎসর্গ করেছেন। 


কিন্তু বর্তমানে তিনির সম্পত্তি নিয়ে যদি তিনির বংশধরেরা নিজেদের মধ্যে ঝামেলা করতো , তাহলে সেটা আমাদের কোন বিষয় হতো না। 


কিন্তু রবি ঠাকুরের দান করা সম্পত্তি নিয়ে যে ঝামেলা শুরু হয়েছে - সেটার একটা নিষ্পত্তি অবশ্যই হওয়া প্রয়োজন। 


🌟 রবি ঠাকুর ও বাঙালি সমাজ ✒ 


আসলে রবি ঠাকুর ব্যতীত বাংলা ভাষা ও বাঙালি সমাজ কল্পনাও করা জটিল। 


এমন ব্যক্তির দান করা সম্পত্তি নিয়ে সহিংসতা হলে - সেটা আর পশ্চিমবঙ্গ অথবা ভারতে সীমাবদ্ধ থাকেনা। 


সেটা আন্তর্জাতিক বিষয়ে পরিণত হবে। 


🌟 কারা অপরাধী ? ✒ 


কারা অপরাধী ? সেটা কিন্তু এখনও উদঘাটিত হয়নি। 


যারা বিশ্বভারতীর দেয়াল স্হাপন করতে চাচ্ছেন - তিনিরা কি কল্যাণের জন্য করছেন , নাকি সম্পত্তি আত্মসাতের জন্য করছেন ? - এটা তদন্তের একটা বিষয়। 


যিনিরা দেয়াল করতে দিচ্ছেন না আর গেইট ভেঙ্গেছেন , তিনিরা কি রবি ঠাকুরের বিশ্বভারতীকে জনসাধারণের উন্মুক্ত রাখার জন্য করেছেন , নাকি বিশ্বভারতীর সম্পত্তি বেদখল করার জন্য করেছেন - এটাও তদন্তের একটা বিষয়। 


🌟 প্রকৃত সত্য প্রকাশ করে রবি ঠাকুরের বিশ্বভারতীকে সকল দেশ - কাল - সম্প্রদায়ের জন্য উন্মুক্ত করা হবে , এটাই প্রত্যাশা করি। 


Comments

Popular posts from this blog

151)POWER OF THE PRIME MINISTER.(প্রধানমন্ত্রীর দাপট।) - Written by Junayed Ashrafur Rahman

707)After the fantasy of ministry.(মন্ত্রিত্বের ফ্যান্টাসির পরে।)– Written by Junayed Ashrafur Rahman