374) Kohinoor SP and Nandail Municipal Election. (কোহিনূর এসপি ও নান্দাইলের পৌর নির্বাচন।) - Written by Junayed Ashrafur Rahman ✒

 374 https://parg.co/buSN ) Kohinoor SP and Nandail Municipal Election. (কোহিনূর এসপি ও নান্দাইলের পৌর নির্বাচন।) - Written by https://parg.co/bPrW Junayed Ashrafur Rahman 📧 Junayedmn1@gmail.com ✒ 



 "Kohinoor SP arbitrarily arrested people for imposing responsibility for his own crimes on others."


#Politics #Wisdom #Law #Experience #Welfare


 🌟 Men killed by Kohinoor SP ✒ 


 In the 2004 Nandail municipality election in Mymensingh, Kohinoor SP killed two people https://parg.co/bZVX.


 🌟 Arresting others ✒ 


 After the two persons were shot dead that day, police arrested several people in the vicinity of the polling station on the orders of Kohinoor SP.


Kohinoor SP did this mainly to prove his innocence.


 🌟 Abuse of power ✒ 


 The people of Nandail saw the way a police officer can abuse power through Kohinoor SP.


 🌟 Currently police accountability ✒ 


 There were times in the past when the police were considered by many to be enforcers of power, even above the law.


 But at present, members of all levels of the police have to bear the responsibility for their own misdeeds.


 🌟 Municipal elections will be held again on 28 February 2021 in Nandail.


 But Kohinoor SP may not be forgotten by the citizens of Nandail even after so many years. ©️ All Right Reserved. Junayedmn1@gmail.com Junayed Ashrafur Rahman 


"নিজের অপরাধের দায় অন্যদের উপর চাপানো জন্য কোহিনূর এসপি নির্বিচারে মানুষ গ্রেফতার করিয়েছিল।"


🌟 কোহিনূর এসপি কর্তৃক মানুষ খুন ✒


2004 সালে ময়মনসিংহের নান্দাইল পৌরসভা নির্বাচনে কোহিনূর এসপি দুজন লোককে হত্যা করেছিল https://parg.co/bZVX .


🌟 অন্যদেরকে গ্রেফতার ✒


সেদিন দুজনকে গুলি করে হত্যার পরে কোহিনূর এসপির হুকুমে পুলিশ বাহিনীর লোকেরা ঐ ভোটকেন্দ্রের আশেপাশের অনেক ব্যক্তিকে গ্রেফতার করেছিল।


মূলতঃ নিজেকে নির্দোষ প্রমাণিত করার জন্যই কোহিনূর এসপি এমনটা করিয়েছিল।


🌟 ক্ষমতার অপব্যবহার ✒


একজন পুলিশ অফিসার যেভাবে ক্ষমতার অপব্যবহার করতে পারেন , সেটা নান্দাইলের লোকেরা দেখেছিলেন কোহিনূর এসপির মাধ্যমে।


🌟 বর্তমানে পুলিশের জবাবদিহিতা ✒ 


অতীতে তেমনি সময় ছিল , যখন পুলিশের লোকদেরকে ক্ষমতার প্রয়োগকারী , এমনকি আইনের উর্ধ্বেও অনেকেই মনে করতেন। 


কিন্তু বর্তমানে পুলিশের সকল স্তরের সদস্যদেরকেই নিজের অপকর্মের দায় বহন করতে হয়। 


🌟 28 ফেব্রুয়ারি 2021 নান্দাইলে আবার পৌর নির্বাচনের ভোট গ্রহণ হবে। 


কিন্তু কোহিনূর এসপিকে হয়ত এত বছর পরেও নান্দাইলের পৌরবাসীরা ভুলতে পারেননি। ©️ All Right Reserved. Junayedmn1@gmail.com Junayed Ashrafur Rahman 

Comments

Popular posts from this blog

151)POWER OF THE PRIME MINISTER.(প্রধানমন্ত্রীর দাপট।) - Written by Junayed Ashrafur Rahman

707)After the fantasy of ministry.(মন্ত্রিত্বের ফ্যান্টাসির পরে।)– Written by Junayed Ashrafur Rahman