484) Experience of jinn. (জ্বিনের অভিজ্ঞতা।) - Written by Junayed Ashrafur Rahman ✒

 484 https://parg.co/bCDM ) Experience of jinn. (জ্বিনের অভিজ্ঞতা।) - Written by Junayed Ashrafur Rahman https://parg.co/bPrW


 "Although I saw many incidents related to jinn, but I did not meet with jinn." 


#Experience, #Law #Theology #Religion #Welfare #Wisdom 


 I have never seen a jinn with my own eyes, but jinn were mentioned in different places.


 1

 1999. Then I read in class nine. A man came to our house 24°33'58.6"N 90°41'30.4"E https://parg.co/bCHO and said that their grandfather's father used to keep jinn. But after he died, he left with no spiritual successor.

 But being the successor again, the jinn have come again.


 I asked, how is it possible to meet the jinn?


 Then the man said, you have to take one kg of jilapi.


 So I bought one kg of jilapi from the market the next day and went to the man's house.


 But the man pointed to a sleeping coiled snake in their house and said that it was a jinn.


 But I did not believe. Because, the snake can also be a toothless pet snake.


 So I left giving them jilapi. And who or what ate the jilapis? I didn't look for it anymore.


 2

 One night in mid-2006, my cell phone rang. I received the phone and asked, who is saying?


 Then from the other end it is said in a distorted voice, he is speaking from the holy shrine. He is a jinn. He will give me the hidden treasure.


 I said then, if you are a jinn, you don't need to use your mobile. If you wish, you can come and appear before me. Be good to leave nonsense.


 After saying this, I cut the line because I didn't say anything else from the other end.


 3

 2006. I went to visit a relative.


 Then I saw a girl torturing with pepper paste for talking about the so-called jinn's Kabiraj treatment.


 Then I told the so-called Kabiraj, you are torturing the girl without treatment.


 Then the so-called Kabiraj said, if the girls are caught in the jinn, they have to be treated in this way.


 I said then, I will give you to the police.


 The so-called Kabiraj said, what does the police know about the treatment of jinn? And who are you to hand me over to the police?


 Then I said, as a citizen of the country I will give you to the police. And even though the police do not understand the treatment of jinn, they understand the torture.


 After hearing this, the so-called Kabiraj left.


 4

 January 2014 is probably the month. I went to Balia Madrasa in Phulpur, Mymensingh for the annual Islamic Conference.


 Then a boy about my age on the bank of the pond https://parg.co/bfpf called me and said, brother listen, I am jinn. I study in this madrasa, give me money.


 Then I said, I have been listening for so long, the jinns are active at night. And during the day you say, you are a jinn.


 Then the boy said that it would be bad to talk too much.


 I said then, I will slap your teeth. I will beat you with my shoes and take you to the police station.


 Then the boy said in fear, it is said that in our Balia Madrasa people study with students as well as jinn students. So I was taking money by introducing myself as a jinn.


 I then told the boy, you can ask people for money, but never cheat with the jinn identity.


 Saying this, I gave the boy fifty taka.



 ✨ I had some experiences about such jinn.


 I believe in jinn only because it is described in the Qur'an.



 If the jinn were not mentioned in the Qur'an, I would never have believed the jinn.


 And personally I never expect to meet with jinn. ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman 


"অনেকবার জ্বিন সম্পর্কিত ঘটনা দেখলেও জ্বিনের সাক্ষাৎ পাইনি।" 


নিজের চোখে জ্বিন কখনই দেখি নি, কিন্তু বিভিন্ন স্থানে জ্বিনের কথা বলা হয়েছিল।


১৯৯৯ সাল। তখন ক্লাস নাইনে পড়ি। আমাদের বাড়িতে 24°33'58.6"N 90°41'30.4"E https://parg.co/bCHO একলোক এসে বলেছিল, তাদের দাদার বাবা জ্বিন পালন করত। কিন্তু তিনি মারা যাওয়ার পর কোন আধ্যাত্মিক উত্তরসূরী না পেয়ে জ্বিনরাও চলে গিয়েছিল।

কিন্তু আবার উত্তরসূরী হওয়াতে জ্বিনরা আবার এসেছে।


আমি জিজ্ঞেস করেছিলাম, জ্বিনদের সঙ্গে কীভাবে সাক্ষাৎ করা সম্ভব?


তখন লোকটা বলেছিল, এক কেজি জিলাপি নিলেই হবে।


তাই আমি পরদিন বাজার থেকে এক কেজি জিলাপি কিনে গিয়েছিলাম সেই লোকের বাড়িতে।


কিন্তু সেই লোক তাদের বাড়িতে কুণ্ডলী পাকানো একটা ঘুমন্ত সাপকে দেখিয়ে বলেছিল, এটাই জ্বিন।


তবে আমার বিশ্বাস হয়নি। কেননা, সাপটা দাঁতভাঙা পোষা সাপও হতে পারে। 


তাই জিলাপি দিয়ে চলে এসেছিলাম। আর জিলাপিগুলো কে বা কারা খেয়েছিল? সেটার আর কোন খোঁজ নিই নি।


২০০৭ সালের কোন এক মধ্যরাতে আমার মোবাইল ফোন বেজে উঠেছিল। ফোন রিসিভ করে জিজ্ঞেস করেছিলাম, কে বলছেন? 


তখন অপর প্রান্ত থেকে বিকৃত কণ্ঠে বলা হল, সে পবিত্র মাজার থেকে বলছে। সে একজন জ্বিন। আমাকে সে গুপ্তধন পাইয়ে দিবে। 


আমি তখন বলেছিলাম, আপনি জ্বিন হলে আপনার তো মোবাইল চালানোর দরকার নাই। আপনি ইচ্ছে করলে তো আমার সামনে এসে হাজির হতে পারেন। ফাজলামি ছেড়ে ভালো হোন। 


এই কথা বলার পর অপর প্রান্ত থেকে আর কোন কথা না বলার কারণে আমি লাইন বিচ্ছিন্ন করে দিয়েছিলাম। 


২০০৮ সাল। আমার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। 


তখন দেখেছিলাম একটা মেয়েকে কথিত জ্বিনের কবিরাজ চিকিৎসার কথা বলে বাটা মরিচের পেস্ট দিয়ে নির্যাতন করছিল। 


তখন আমি সেই কথিত কবিরাজকে বলেছিলাম, আপনি তো চিকিৎসা না করে মেয়েটাকে নির্যাতন করছেন। 


তখন কথিত কবিরাজ বলেছিল, মেয়েদেরকে জ্বিনে ধরলে এভাবেই চিকিৎসা করতে হয়। 


আমি তখন বলেছিলাম, আপনাকে আমি পুলিশে দিব। 


কথিত কবিরাজ বলেছিল, পুলিশে জ্বিনের চিকিৎসার কী জানে? আর আমাকে আপনি পুলিশে দেবার কে? 


তখন আমি বলেছিলাম, দেশের নাগরিক হিসেবে আপনাকে আমি পুলিশে দিব। আর পুলিশে জ্বিনের চিকিৎসা না বুঝলেও নির্যাতনটা তো বুঝে। 


এই কথা শোনার পর কথিত কবিরাজ চলে গিয়েছিল। 


২০১৪ সালের সম্ভবত জানুয়ারি মাস। ময়নসিংহের ফুলপুরের বালিয়া মাদ্রাসায় গিয়েছিলাম বাৎসরিক সভাতে। 


তখন পুকুর পাড়ে https://parg.co/bfpf আমার প্রায় সমবয়সী একটা ছেলে আমাকে ডেকে বলল, ভাই শুনেন, আমি জ্বিন। এই মাদ্রাসায় আমি পড়ি, আমাকে টাকা দেন। 


তখন আমি বললাম, এতদিন শুনতাম, জ্বিনেরা রাতের বেলা তৎপর হয়। আর দিনের বেলা বলছ, তুমি জ্বিন। 


তখন সেই ছেলেটা বলেছিল, বেশি কথা বললে খারাপ হবে। 


আমি তখন বলেছিলাম, থাপড়িয়ে দাঁত ফেলে দিব বদমাশ। তোকে জুতো পিটা করে থানায় দিব বদমাশ কোথাকার। 


তখন ছেলেটা ভয়ে ভয়ে বলেছিল, এটা বলা হয় যে, আমাদের বালিয়া মাদ্রাসায় মানুষ ছাত্রদের সঙ্গে জ্বিন ছাত্ররাও পড়ে। তাই নিজেকে জ্বিন বলে পরিচয় দিয়ে টাকা নিচ্ছিলাম। 


আমি তখন ছেলেটাকে বলেছিলাম, তুমি মানুষের কাছ থেকে টাকা চাইলে চাইতে পার, কিন্তু জ্বিন পরিচয় দিয়ে কখনই প্রতারণা করবা না। 


এই কথা বলে ছেলেটাকে পঞ্চাশ টাকা দিয়েছিলাম। 



✨ এমনই জ্বিন সম্পর্কে কিছু অভিজ্ঞতা আমার হয়েছিল। 


শুধুমাত্র ক্বোরানে বর্ণিত হওয়ার কারণে আমি বিশ্বাস করি জ্বিন। 



যদি ক্বোরানে জ্বিনের কথা বর্ণিত না হত, তা হলে আমি কখনই জ্বিন বিশ্বাস করতাম না। 


এবং ব্যক্তিগতভাবে আমি কখনই জ্বিনের সাক্ষাতের আশাও করি না। ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman 

Comments

Popular posts from this blog

151)POWER OF THE PRIME MINISTER.(প্রধানমন্ত্রীর দাপট।) - Written by Junayed Ashrafur Rahman

707)After the fantasy of ministry.(মন্ত্রিত্বের ফ্যান্টাসির পরে।)– Written by Junayed Ashrafur Rahman