500) Thus I became a writer. (যেভাবে লেখক হলাম।) - Written by Junayed Ashrafur Rahman ✒
500 https://parg.co/bCDM ) Thus I became a writer. (যেভাবে লেখক হলাম।) - Written by Junayed Ashrafur Rahman https://parg.co/bfva ✒
"I became a writer through love of knowledge and perseverance."
#Writing #Experience #Wisdom #Education #Politics #Humanity #Welfare
🌟 Love of knowledge ✒
I had a genuine love for knowledge since childhood. So I read more and more books.
🌟 The beginning of writing ✒
I've probably been writing since Class Seven. But I used to write that in the draft book.
And if you read those writings, no one will be able to understand which story and which happened in real life.
Because, like now, I don't write experiences and stories separately.
🌟 Laptop from notebook ✒
In 2006 I started writing on my laptop. But in 2009 all the drafts were deleted due to a mechanical error in the laptop.
🌟 Draft book again ✒
I started writing in the draft book again as all the drafts were deleted due to a mechanical error in the laptop.
🌟 Regular writing ✒
Sometimes more or less I have been writing regularly like this since childhood.
However, from 2008 to 2010 I wrote a lot about politics, militancy, history, comedy, etc. However, it is not possible for anyone to understand, which is real and which is imaginary?
I have written less from 2010 to July 2013. But from December 2013, I started writing more.
🌟 Publications ✒
Writing was more important to me than publishing. So I used to write regularly without thinking about publishing.
Because I understood that if the manuscript was written, it would be possible to publish it at any time.
🌟 Publication on the Internet ✒
In 2012, I decided to publish my writings on the Internet without publishing them in paper form.
Because I understood that in line with the developed world, at one time there would be more reading in Bangladesh through internet and other technologies than paper books.
So I have been writing regularly on the internet since 2013-2014.
🌟 The subject of writing ✒
You will know all the things I write about, just read my writings.
🌟 Type of writing ✒
After much thought, I decided to summarize the great subject.
Because, I realized that due to the busyness of the people of the modern age, there would be no time to read huge writings like Count Leo Tolstoy, "War and Peace" or Ravi Tagore's novel "Gora".
So I write the big thing briefly. As a result, you also read my writing in a short time, even with fun.
🌟 Institutional studies ✒
I did not give up my formal education because I used to write regularly.
Rather, I have written regularly while maintaining my formal education.
🌟 Not doing government employment ✒
Since I did not work in the government, I can write about politics, law, justice and other sensitive issues.
This is because writing and expressing opinions on the subject mentioned by government employees is completely prohibited.
So I did not apply for any government employment.
Dear readers, who have read in past time and read in present time my writings, do you think that I would have been able to get an employment if I had participated in the first class government employment and fourth class government employment exams? Never.
Because, I am writing on a more complex subject than the subject of government employment examination.
So if I participated in the government employment test, I would have got a employment easily.
I did not take a comfortable life in government service because of my knowledge and writing.
🌟 Not to do politics ✒
Yes. I can write so much because I have not done politics.
By politics I mean doing politics by being directly active.
If I had done politics, I would never have been able to write so much due to organizational busyness.
It is worth mentioning that Vladimir Lenin, Leon Trotsky, Maulana Maududi, Saeed Qutb and many others have written about politics. Because, both writing and politics were their profession.
And they also received many benefits and allowances politically.
But neither is my profession. Rather I write at my own expense.
🌟 Regularly publish writing on the internet ✒
From 2013-2014 till today I am regularly publishing articles on the internet. And you are reading those writings.
🌟 What did I get? ✒
Writing so much about so much, what did I get? This is an important question.
I never started writing in the hope of getting something.
Rather, I write in a series of practical discussions on various problems of the human race, knowledge, expression of my own thoughts and experiences, and continuity of the wise men of the past.
So what did I get through writing? I don't give much importance to that. And I never want to repay writing to anyone on my own.
But if someone gives me something good, I will definitely accept it.
🌟 Future plans ✒
Whatever profession I am in and whatever condition I am in, I will write. This is my future plan.
Because writing is my frontline https://parg.co/bCb3 . ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman
"জ্ঞানের প্রতি ভালোবাসা আর অধ্যবসায়ের মাধ্যমেই লেখক হয়েছি।"
🌟 জ্ঞানের প্রতি ভালোবাসা ✒
ছোটবেলা থেকেই জ্ঞানের প্রতি ছিল আমার অকৃত্রিম ভালোবাসা। তাই বেশি বেশি বই পড়তাম।
🌟 লেখালেখির সূচনা ✒
সম্ভবতঃ ক্লাস সেভেন থেকেই আমি লেখালেখি করি। তবে সেই লেখালেখি আমি খসড়া খাতায় করতাম।
আর সেই লিখাগুলো পড়লে কোনটা গল্প আর কোনটা বাস্তব জীবনে ঘটেছে, সেটা কেউই বুঝতে পারবেননা।
কেননা, এখনের মত তখন অভিজ্ঞতা ও গল্প আলাদা করে লিখতামনা।
🌟 খাতা থেকে ল্যাপটপ ✒
২০০৭ সালের দিকে আমি ল্যাপটপে খসড়া লেখা শুরু করি। কিন্তু ২০০৯ সালের দিকে ল্যাপটপে যান্ত্রিক ত্রুটির কারণে সকল খসড়া ডিলিট হয়েছিল।
🌟 আবার খসড়া খাতা ✒
ল্যাপটপের যান্ত্রিক ত্রুটিতে সকল খসড়া ডিলিট হওয়ার কারণে আবার খসড়া খাতায় লিখা শুরু করি।
🌟 নিয়মিত লিখা ✒
কখনো বেশি কখনো কম এভাবে নিয়মিতভাবে ছোটবেলা থেকেই লিখছি।
তবে, ২০০৭ থেকে ২০১০ পর্যন্ত প্রচুর লিখেছি রাজনীতি, জঙ্গিবাদ, ইতিহাস, কমেডি প্রভৃতি বিষয়ে। তবে সেগুলোও কারো পক্ষে বুঝা সম্ভব না, কোনটা বাস্তব আর কোনটা কাল্পনিক?
২০১০ থেকে ২০১৩ সালের জুলাই পর্যন্ত কম করে লিখেছি। কিন্তু ২০১৩ ডিসেম্বর থেকে আবার বেশি করে লিখা শুরু করি।
🌟 প্রকাশনা ✒
প্রকাশনার চেয়ে লেখালেখি ছিল আমার কাছে গুরুত্বপূর্ণ। তাই প্রকাশনার চিন্তা তেমন একটা না করে নিয়মিত লিখতাম।
কেননা আমি বুঝেছিলাম, পাণ্ডুলিপি লিখা থাকলে যে কোন সময় প্রাকাশ করা সম্ভব হবে।
🌟 ইন্টারনেটে প্রকাশনা ✒
২০১২ সালে আমি সিদ্ধান্ত নিই, আমার লিখা কাগজের বই আকারে প্রাকাশ না করে ইন্টারনেটে প্রকাশ করব।
কেননা আমি বুঝেছিলাম, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এক সময় বাংলাদেশেও কাগজের বইয়ের চেয়ে ইন্টারনেট ও অন্যান্য প্রযুক্তির মাধ্যমেই বেশি পড়াশোনা হবে।
তাই ২০১৩ - ২০১৪ সাল থেকে ইন্টারনেটে নিয়মিত লিখছি।
🌟 লেখালেখির বিষয় ✒
আমি যেসকল বিষয়ে লিখি সেগুলো জানতে পারবেন, আমার লিখাগুলো পড়লেই।
🌟 লেখালেখির ধরন ✒
আমি অনেক ভেবে - চিন্তে বিরাট বিষয়কে সংক্ষিপ্তভাবে লিখার সিদ্ধান্ত নিয়েছিলাম।
কেননা, আমি বুঝেছিলাম আধুনিক যুগের মানুষের ব্যস্ততার কারণে কাউন্ট লিও টলস্টয়ের, "ওয়ার এন্ড পিস" অথবা রবি ঠাকুরের, "গোরা" উপন্যাসের মত বিশাল লিখা পাঠ করার সময় থাকবেনা।
তাই আমি বিরাট বিষয়কে সংক্ষিপ্তভাবে লিখি। ফলে আপনারাও অল্প সময়ে, এমনকি আনন্দের সঙ্গে মজা করে আমার লিখা পাঠ করেন।
🌟 প্রাতিষ্ঠানিক পড়াশোনা ✒
নিয়মিত লিখতাম বলে প্রাতিষ্ঠানিক পড়াশোনা ত্যাগ করিনি।
বরং প্রাতিষ্ঠানিক পড়াশোনা বজায় রেখেই নিয়মিত লিখেছি।
🌟 সরকারি চাকরি না করা ✒
সরকারি চাকরি করিনি বলেই আমি রাজনীতি, আইন, বিচার ও অন্যান্য স্পর্শকাতর বিষয়ে লিখতে পারছি।
কেননা, সরকারি চাকরিজীবীদের দ্বারা উল্লিখিত বিষয়ে লেখালেখি ও মত প্রকাশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
তাই সরকারি কোন চাকরিতেই আবেদন করিনি।
প্রিয় পাঠক / পাঠিকা, যিনিরা আমার লিখা পড়েছেন এবং পড়ছেন, আপনাদের কি মনে হয়, প্রথম শ্রেণীর সরকারি চাকরি থেকে শুরু করে চতুর্থ শ্রেণীর সরকারি চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করলে আমার চাকরি হওয়ার বাকি থাকত? কখনই না।
কেননা, সরকারি চাকরির পরীক্ষার বিষয়ের চেয়ে আরো জটিল বিষয়ে আমি লিখছি।
তাই সরকারি চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করলে অনায়াসে আমার চাকরি হত।
জ্ঞানচর্চা আর লেখালেখির কারণে সরকারি চাকরির আরামের জীবন গ্রহণ করিনি।
🌟 রাজনীতি না করা ✒
হ্যাঁ। রাজনীতি করিনি বলেই আমি এত এত লিখতে পারছি।
রাজনীতি বলতে সরাসরি সক্রিয় হয়ে রাজনীতি করা বুঝাচ্ছি।
যদি রাজনীতি করতাম, তবে সাংগঠনিক ব্যস্ততার কারণে কখনই এত লিখতে পারতামনা।
উল্লেখ্য যে, ভ্লাদিমির লেনিন, লিয়ন ট্রটস্কি, মাওলানা মওদুদি, সাইদ কুতুব প্রমুখ রাজনীতি করেও অনেক লিখেছেন। কেননা, লেখালেখি ও রাজনীতি দুটোই তিনিদের পেশা ছিল।
এবং তিনিরা রাজনৈতিকভাবে অনেক সুবিধা ও ভাতাও পেতেন।
কিন্তু দুটোর একটিও আমার পেশা না। বরং আমি নিজের খেয়ে নিজের খরচে লিখি।
🌟 নিয়মিত ইন্টারনেটে লিখা প্রকাশ ✒
২০১৩ - ২০১৪ সাল থেকে আজ পর্যন্ত আমি নিয়মিতভাবে ইন্টারনেটে লিখা প্রকাশ করছি। আর সেই লিখাগুলো আপনারা পড়ছেন।
🌟 কী পেলাম? ✒
এত এত বিষয়ে এত লিখে, আমি কী পেলাম? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন।
কিছু প্রাপ্তির আশায় আমি কখনই লেখালেখি শুরু করিনি।
বরং মানব জাতির বিভিন্ন সমস্যা নিয়ে কার্যকরী আলোচনা, জ্ঞান, নিজের চিন্তা ও অভিজ্ঞতা প্রকাশ এবং অতীতের জ্ঞানীদের ধারাবাহিকতায় আমি লিখি।
তাই লেখালেখির মাধ্যমে আমি কী পেলাম? সেটাকে আমি তেমন গুরুত্ব দিইনা। এবং নিজে থেকে কারোর কাছে কখনই লেখালেখির প্রতিদানও চাইনা।
তবে কেউ ভালো কিছু দিলে অবশ্যই গ্রহণ করবো।
🌟 ভবিষ্যৎ পরিকল্পনা ✒
যে পেশাতেই থাকি এবং যে অবস্থাতেই থাকি, আমি লিখবো। এটাই আমার ভবিষ্যৎ পরিকল্পনা।
কেননা, লেখালেখিই আমার ফ্রন্টলাইন https://parg.co/bCb3 । ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman
Comments
Post a Comment