57)বাংলা ভাই কি আসলেই বাংলার সেরা ভাই ?

 57)🗺️⏰🌐📰 বাংলা ভাই কি আসলেই বাংলার সেরা ভাই ? - Written by Junayed Ashrafur Rahman https://parg.co/bPrW ✒ 

না। 
বাংলা ভাই কিন্তু আসলেই বাংলার সেরা ভাই না। 





সময়টা 2004 সালের এপ্রিল মাস। 
আমি তখন ময়মনসিংহের নান্দাইল এর চকমতি ডিএস ফাজিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষার্থী।

 হঠাৎ করে একদিন দৈনিক টেবলয়েড পত্রিকা মানব জমিনে সচিত্র একটা খবর প্রকাশিত হলো । 

ছবিতে দেয়া হুজুর টাইপের একলোক। লম্বা দাড়ি। মাথায় সবুজ রঙের গোল টুপি আর সবুজ রঙের পাঞ্জাবি। আর দাঁত বের করা হাসি মাখানো মুখ। 

সঙ্গে অপেক্ষাকৃত কম বয়সী আরেকজন। খবরের শিরোনাম ছিলো সম্ভবত " রাজশাহী ছাড়ছেন বাংলা ভাই। " 

সেই শুরু। দেখাদেখি অন্যান্য সকল জাতীয় দৈনিক , সাপ্তাহিক আর মাসিক পত্রিকাগুলোর মধ্যে শুরু হলো বাংলা ভাই আর জেএমজেবি ( পরবর্তীতে , জেএমবি ) - র খবর প্রকাশ করার অঘোষিত এক প্রতিযোগিতা। 

এই প্রতিযোগিতা বাংলা ভাই কর্তৃক মানুষ খুনের বর্ণনার প্রতিযোগিতা। 

আর সঙ্গে বাংলা ভাইয়ের নিত্য নতুন ছবি প্রকাশের প্রতিযোগিতা। 

এক সময় দেখা গেলো , মানুষ অপেক্ষায় থাকতো , কখন দৈনিক পত্রিকা আনা হবে আর বাংলা ভাইয়ের খবর পড়া হবে। 

🌟 এমনকি তখন বাংলা ভাইয়ের খবর টেলিভিশনের যে কোন নাটকের চেয়ে আকর্ষণীয় হয়েছিলো। 

শুধু তা - ই না , বরং বাংলা ভাইয়ের ঘটনা নিয়ে নাটক সিনেমা পর্যন্তও পরবর্তীতে নির্মিত হয়েছিলো। 

আমার তো মনে হয় , 2004 থেকে 2006 পর্যন্ত যদি ধারাবাহিক নাটক " কোথাও কেউ নেই " , " রূপ নগর " , " তথাপি " , " অয়োময় " , " সংশপ্তক " , " জন্মভূমি " প্রভৃতি প্রচারিত হতো - তাহলে সেগুলোকেও বাংলা ভাইয়ের খবর পিছনে ফেলে দিতো। 

এমনকি , ঐ সময়টাতে শুধু " খায়রুন সুন্দরী " ছাড়া কোন সিনেমা - ই ততোটা জনপ্রিয় হতে পারেনি।

 🌟 এমন এক সময় এলো , যখন বাংলা ভাই সম্পর্কে এমন সকল খবর প্রকাশিত হতে থাকলো - যেগুলো পড়ে আমারই সন্দেহ হতে লাগলো , আসলেই সকল বর্ণনা সত্যি কি না ? 

এবং মাঝে মাঝে আমার মন চাইতো যে , আমি নিজেই গিয়ে যাচাই করি , বাংলা ভাইয়ের নামে প্রকাশিত সকল খবর সত্যি কি না ? 

কিন্তু তখন আর রাজশাহী অঞ্চলে আমার যাওয়া হয়নি। 
কেননা , আমার তখন আলিম পরীক্ষা চলছিলো এবং বাড়িতে আমরা তিন ভাইয়ের মধ্যে শুধু আমিই ছিলাম। 

তাই আমাদের ব্যবসা , বাড়ির কৃষি জমি , গাছের বাগান আর পুকুর - ডোবার মাছও আমাকে দেখাশোনা করতে হতো। 

আর তখন আমাদের গ্রামের বাড়িতে দাদী জীবিত ছিলেন। তাই দাদীর জন্য নিত্য প্রয়োজনীয় বাজার সদাই আর ঔষধ আমিই দিয়ে আসতাম। 

এই সকল কারণে আমার যাওয়া হয়নি রাজশাহী অঞ্চলে বাংলা ভাইয়ের সময়ে। কিন্তু বাংলা ভাই সম্পর্কে পত্রিকায় প্রকাশিত খবর ঠিকই পড়তাম। 

🌟 বগুড়ার আজিজুল হক কলেজের বাংলা সাহিত্যে অনার্স পাশ করা সিদ্দিকুল ইসলাম।

 অনার্স পাশ করার পর কোচিং সেন্টার চালু করেছিলেন। 
  আর সে থেকেই তার উপাধি হয় " বাংলা ভাই "। 

কিন্তু সেই উপিধিটা বগুড়াতেই সীমাবদ্ধ ছিলো। 

কিন্তু 2004 সালে রাজশাহী অঞ্চলে চারু মজুমদারের
 
  অনুসারি মার্ক্সবাদি ও লেনিনবাদি সর্বহারাদের দমনের জন্য সিদ্দিকুল ইসলাম যে অভিযান করেছিলেন - তা থেকেই " বাংলা ভাই " উপাধিটা সারাদেশে পরিচিতি পায়। 

🌟 কিন্তু আশ্চর্য জনক হলেও সত্যি যে , বাংলা ভাই উপাধিটা দেশে পরিচিত হওয়ার পর অনেক ভাইয়ের আগমন ঘটে। 

ইংরেজি ভাই , অঙ্ক ভাই , কানা ভাই , ল্যাংড়া ভাই , নানা ভাই , লুচ্চা ভাই এবং শেয়ার বাজারের কেলেঙ্কারি আর নায়ক সোহেল চৌধুরী ও সালমান শাহ্ - র খুনের ( কিন্তু নতুন তদন্তের রিপোর্টে প্রকাশিত হয়েছে, লমান শাহ্ নাকি আত্মহত্যা করেছিলেন) সঙ্গে জড়িত থাকার সন্দেহে নাবিস্কো কোম্পানি ও এমবি ফার্মাসিউটিকেলসের আজিজ মুহাম্মদ ভাই ( " < বাহাই " থেকে ভাই ) শিল্প ও মিডিয়া জগতে আগে থেকেই পরিচিত ছিলেন। 

🌟 এবং বাংলাদেশে আগে থেকেই ছিলো অপরাধ জগতের অনেক নেতার পরিচিতি।

 কালা জাহাঙ্গীর , মুরগি মিলন , সুব্রত বাইন , আরমান ,পিচ্চি হান্নান , গিট্টু নাসির , আহাম্মদ হোসেন চৌধুরী ওরফে আহমইদ্যা , গিয়াস উদ্দিন হাজারিকা , এরশাদ শিকদারসহ আরও অনেক সন্ত্রাসি নেতা পরিচিত ছিলো। 

🌟 কিন্তু মিডিয়াতে বাংলা ভাইয়ের আগমনের ফলে উল্লিখিত সকল অপরাধি নেতার নামডাক পিছনে পড়ে যায়। 

আর বাংলা ভাইয়ের উপাধি এমনভাবে প্রচারিত হতে থাকে , যার কারণে উল্লিখিত সন্ত্রাসি নেতাদের নাম মানুষে ভুলতে বসেছিলেন। 

বাংলা ভাইয়ের উপাধির কারণে অন্যান্য সন্ত্রাসিদের নাম এমনভাবে মিলিয়ে গিয়েছিলো - যেমনভাবে জোয়ারের ধাক্কায় নদীর স্রোত মিলিয়ে যায়। 

🌟 এতো নামডাক হওয়া সত্ত্বেও বাংলা ভাইয়ের শেষ রক্ষা হয়নি। 
2007 সালে ময়মনসিংহ কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার মাধ্যমে বাংলা ভাইয়ের জীবন শেষ হয়। 

আর সেই সঙ্গে হুজুগের কারণে তৈরি হওয়া অন্যান্য ভাইদের যেমন : - অঙ্ক ভাই , ইংরেজি ভাই ...... দেরও নীরব হতে হয়েছিলো। 

🌟 আর মানুষ খুন , দেশজুড়ে বোমা হামলা আর রাষ্ট্রদ্রোহিতার কারণে বাংলা ভাই বাংলার সেরা ভাই হতে পারেননি !!! 👴 বুড়া হুজুরের তেলেসমাতি 

Comments

Popular posts from this blog

151)POWER OF THE PRIME MINISTER.(প্রধানমন্ত্রীর দাপট।) - Written by Junayed Ashrafur Rahman

707)After the fantasy of ministry.(মন্ত্রিত্বের ফ্যান্টাসির পরে।)– Written by Junayed Ashrafur Rahman

202)THE DATE IS 17 AUGUST.(তারিখটা 17 আগস্ট।)।-Written by Junayed Ashrafur Rahman