107 ) বাড়ির ভিতরে পহেলা বৈশাখ !

107 ) বাড়ির ভিতরে পহেলা বৈশাখ !

এই প্রথম পহেলা বৈশাখে বাড়ির ভিতরে থাকতে হলো করোনা বা উহান ভাইরাসের কারণে।

আগের অন্যান্য পহেলা বৈশাখে আমি বিভিন্ন স্থানে বেড়ানোর জন্য যেতাম। যেমন : - কিশোরগঞ্জ শহরে , করিমগঞ্জের জঙ্গলবাড়িতে ঈশা খাঁর বাড়িতে , নীলগঞ্জে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর বাড়িতে , মসুয়া গ্রামে সত্যজিৎ রায়ের পিতামহ উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর বাড়িতে , তাড়াইলের মেলাতে , ময়মনসিংহ শহরে , মুক্তাগাছা জমিদার (কেউ বলেন , রাজ) বাড়িতে , টাঙ্গাইলের মধুপুরের ভাওয়ালের শালবনে , টাঙ্গাইল শহরে , জামালপুরে , হালুয়াঘাটে অথবা শেরপুরের পাহাড়ে ...... বেড়াতে যেতাম।

কিন্তু আজ পহেলা বৈশাখ 14 এপ্রিল , 2020 , মঙ্গলবার বাড়ির ভিতরেই থাকতে হলো। এমনকি বাড়ির বাইরের রাস্তাতেও যাওয়া হলো না - করোনা / উহান ভাইরাসের লক ডাউনের কারণে।

সত্যিই এটা একটা নতুন অভিজ্ঞতা। 

বাড়ির ভিতরে পহেলা বৈশাখ !!! 

Comments

Popular posts from this blog

707)After the fantasy of ministry.(মন্ত্রিত্বের ফ্যান্টাসির পরে।)– Written by Junayed Ashrafur Rahman

137 ) আমার আব্বার ইন্তেকালের দুই বছর প্রসঙ্গে (ABOUT TWO YEARS DEATH OF THE FATHER OF MINE ) ! - 🙌🏻⌨️📲 Written by Junayed Ashrafur Rahman ✒