107 ) বাড়ির ভিতরে পহেলা বৈশাখ !

107 ) বাড়ির ভিতরে পহেলা বৈশাখ !

এই প্রথম পহেলা বৈশাখে বাড়ির ভিতরে থাকতে হলো করোনা বা উহান ভাইরাসের কারণে।

আগের অন্যান্য পহেলা বৈশাখে আমি বিভিন্ন স্থানে বেড়ানোর জন্য যেতাম। যেমন : - কিশোরগঞ্জ শহরে , করিমগঞ্জের জঙ্গলবাড়িতে ঈশা খাঁর বাড়িতে , নীলগঞ্জে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর বাড়িতে , মসুয়া গ্রামে সত্যজিৎ রায়ের পিতামহ উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর বাড়িতে , তাড়াইলের মেলাতে , ময়মনসিংহ শহরে , মুক্তাগাছা জমিদার (কেউ বলেন , রাজ) বাড়িতে , টাঙ্গাইলের মধুপুরের ভাওয়ালের শালবনে , টাঙ্গাইল শহরে , জামালপুরে , হালুয়াঘাটে অথবা শেরপুরের পাহাড়ে ...... বেড়াতে যেতাম।

কিন্তু আজ পহেলা বৈশাখ 14 এপ্রিল , 2020 , মঙ্গলবার বাড়ির ভিতরেই থাকতে হলো। এমনকি বাড়ির বাইরের রাস্তাতেও যাওয়া হলো না - করোনা / উহান ভাইরাসের লক ডাউনের কারণে।

সত্যিই এটা একটা নতুন অভিজ্ঞতা। 

বাড়ির ভিতরে পহেলা বৈশাখ !!! 

Comments

Popular posts from this blog

151)POWER OF THE PRIME MINISTER.(প্রধানমন্ত্রীর দাপট।) - Written by Junayed Ashrafur Rahman

707)After the fantasy of ministry.(মন্ত্রিত্বের ফ্যান্টাসির পরে।)– Written by Junayed Ashrafur Rahman