108 ) খুনি মাজেদ কি ইয়াবা খেয়েছিলো ?


108 ) খুনি মাজেদ কি ইয়াবা খেয়েছিলো ?

ইয়াবা না খাইলে তো এতো সাহস হওয়ার কথা না। (IT IS VERY DIFFICULT TO BECOME THE BRAVE AS LIKE AS MURDERER Majed WITHOUT EATING YABA.)

নয়তো কী ?

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বিদেশ থেকে পালিয়ে এসে বলে , সে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। 

সেটা আবার ছলিমদ্দি অথবা কলিমদ্দির হত্যার আসামি না - বরং স্বয়ং বঙ্গবন্ধুর হত্যার ফাঁসির আসামি । 

মেজর ডালিমদের সঙ্গে খুনি মাজেদ বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল - তারপর আবার ভারতের কলকাতা শহরে ফিরে আসে আর ভিন্ন নামে এবং ভিন্ন পরিচয়ে শিক্ষকতা শুরু করে। 

এভাবেই পঁচিশ বছর কলকাতায় শিক্ষকতা করার পর 2020 সালের 7 এপ্রিল বাংলাদেশের ঢাকা শহরে রাতের বেলা ঘুরাঘুরি করার সময় পুলিশ তাকে জিজ্ঞেস করলে সে নাকি নিজেকে বঙ্গবন্ধুর খুনি হিসেবে পরিচয় দেয় - ইয়াবা না খাইলে এমনটা কেউ করে ? 

সেটা আবার যেন তেন সময়ে না - করোনা ভাইরাসের কাারণে একেবারে লক ডাউন - র সময়ে। 

সেটা না হলে , ঢাকা শহরে কেউ কেউকে কিন্তু জিজ্ঞেস করে না , কেন ঘুরছে। 
এমনকি পতিতা অথবা কল গার্ল নিয়ে ঘুরলেও। 

কিন্তু হায় , বিধি বাম। 

সে এমন সময় দেশে এলো , যখন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া সম্পূর্ণ নিষেধ। 

এসে নিজের পরিচয় দিলো, বঙ্গবন্ধুর খুনি হিসেবে। 

🌟 সে কি জানতো না ‌‍যে , দেশে এলে তাকে গ্রেফতার করা হবে ? 

সে নাকি ফাঁসির আগে তওবা করানোর সময় হাউমাউ করে চিৎকার করে কেঁদে বলেছিলো , ওর মৃত্যুই তাকে টেনে এনেছে। 

কথাটা কিন্তু ঠিক - তবে এরও তো একটা কারণ আছে। 

🌟 যেমন : - 

বাতাসের ধাক্কায় ঘুড়ি উড়ে - কিন্তু ঘুড়িকে সুতো (সূতা) য় টেনে রাখার কারণেই ঘুড়ি বাতাসের ধাক্কায় উড়ে। 

তেমনি খুনি মাজেদকে ওর মৃত্যু দেশে টেনে এনেছে - কিন্তু সেই কারণটা কী ? 

তাকে কিন্তু ভারত থেকে জোর করে বাংলাদেশে প্রেরণ করেনি। 

এমনকি , সে কলকাতার যে এলাকায় থাকতো - সেই এলাকার বাসিন্দারাও জেনেছে ফাঁসি কার্যকরের সংবাদ পেয়ে যে , তাদের মাস্টার মশাই আসলে বঙ্গবন্ধুর হত্যার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলো। 

🌟 কে জানে , হয়তো খুনি মাজেদ ইয়াবা খেয়ে বেসামাল হয়েছিল কি না

সেটা হয়তো আর জানা হবে না। 
কেননা , খুনি মাজেদ আজ মৃত আর মৃত মানুষ কখনোই নিজের অথবা আরেকজনের কথা বলার জন্য আসে না। 

🌟 খুনি মাজেদ ওর অপরাধের শাস্তি পেয়েছে এবং জাতির কাছ থেকে ধিক্কারও পেয়েছে। 

কিন্তু সে ছিলো মুসলমান। 

তাই আমি অথবা অন্যকেউ একজন মুসলমান হিসেবে আরেক মুসলমানের জন্য দোযখের দোয়া কিন্তু কেউই করতে পারি না। 

করলে জান্নাত প্রাপ্তির দোওয়াই কিন্তু করতে হবে !!

আমিন। ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman 


Comments

Popular posts from this blog

151)POWER OF THE PRIME MINISTER.(প্রধানমন্ত্রীর দাপট।) - Written by Junayed Ashrafur Rahman

707)After the fantasy of ministry.(মন্ত্রিত্বের ফ্যান্টাসির পরে।)– Written by Junayed Ashrafur Rahman