110 ) কে বেশি চালাক , খুনি মাজেদ - নাকি রাজাকার (War Criminal) বাচ্চু ?


110 ) কে বেশি চালাক , খুনি মাজেদ - নাকি রাজাকার (War Criminal) বাচ্চু ?

খুনি মাজেদ সেনা অফিসার হলেও , বাচ্চু রাজাকারই কিন্তু বেশি চালাক !!!

খুনি মাজেদ ভারত থেকে পালিয়ে এসে পুলিশের কাছে নিজের পরিচয় দিয়ে ফাঁসির দণ্ডে দণ্ডিত হলো - আর বাচ্চু রাজাকার বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিলো , যখন 2011 - 12 সালে যুদ্ধাপরাধী রাজাকারদের গ্রেফতার শুরু হয়।

🌟 ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খড়দিয়া গ্রামের সালাম মিয়ার ছেলে বাচ্চু মিয়াই 1971 সালের মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরের নেতৃত্বস্থানীয় রাজাকারদের একজন।

সে নাকি নিজের হাতে গুলি করে অনেক মানুষকে খুন করেছিলো / টার্গেট ।

বিশেষত হিন্দু ধর্মের লোকেরাই নাকি ছিলো ওর প্রধান ভিকটিম। 

সে নাকি মুসলমানদের চেয়ে হিন্দু মানুষদেরকেই বেশি নির্যাতন করেছিলো - তবে মুসলমানদেরকেও নির্যাতন করেছিলো।

একসময় সে ফরিদপুরের আতঙ্কে পরিণত হয়েছিলো। 

🌟 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর তাকে গ্রেফতার করে জেলে প্রেরণ করা হয়েছিলো - কিন্তু 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর সে জেল থেকে মুক্ত হয়। 

এরপর সে মাওলানা আবুল কালাম আজাদ নাম ধারণ করে ওয়াজ - নছিহত (Religious Talking)
 শুরু করে। 

(🌟 আমি এখন আলোচনা করছিনা যে , আলেম হিসেবে সে কেমন ছিলো ?) 

আস্তে আস্তে সে রেডিও ও টেলিভিশনের অনুষ্ঠানেও ওয়াজ - নছিহত শুরু করে , এমনকি এক পর্যায়ে সে রেডিও , টেলিভিশনে মানুষের প্রশ্নের মাসালা , ফতোয়ার উত্তরও দেয়া শুরু করে। 

পরবর্তিতে সে রেডিও - টেলিভিশনের অন্যতম প্রধান আলেম হিসেবে পরিচিতি লাভ করে। 

📹👀📱 এখনের সময়ে ইউটিউবের মাধ্যমে অনেক অনেক বক্তাকে আমরা দেখতে পাই - কিন্তু তখন ইউটিউব ছিলো না। রেডিও , টিভি আর সংবাদ মাধ্যমেই ছিলো প্রধান মিডিয়া। আর সেই মিডিয়াতেই ছিলো বাচ্চু রাজাকার পরিচিত ব্যক্তি। 

🌟 তবে 2004 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাভাই আর বুড়া হুজুরের (Old Teacher) তাণ্ডবের কারণে বাচ্চু রাজাকারের পরিচিতিটা কমে গিয়েছিলো। 

তবে 2007 সালে বাংলাভাই , বুড়া হুজুরের ফাঁসি কার্যকরের পর আবারও বাচ্চু রাজাকার পরিচিতি পায় রেডিও - টিভিতে । 

🌟 বলা হয় যে , রাজাকারি ও জেল থেকে মুক্ত হওয়ার পরে বাচ্চু রাজাকার বৈধ এবং অবৈধ উপায়ে অনেক টাকা ও সম্পত্তি উপার্জন করেছিলো - যেগুলো অবশ্যই খুনি মাজেদের সম্পদের চেয়ে বেশি হওয়ার কথা !!! 

এবং রেডিও - টিভিতে বাচ্চু রাজাকারের যে পরিচিতি ছিলো সে তুলনায় খুনি মাজেদের তো কোন পরিচিতিই ছিলো না। 

খুনি মাজেদ ধরা দেওয়ার আগে এবং ফাঁসির পরে তাকে মানুষ যতটা চেনেছে , সেটা কিন্তু আগে জানতো না। 

🌟 অথচ এতো পরিচিতি আর সম্পদ থাকা সত্ত্বেও বাচ্চু রাজাকারকে বাংলাদেশের গভমেন্ট গ্রেফতার করার আগেই পালিয়ে গিয়েছিলো। 

ধারণা করা হয়ে থাকে , ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া অথবা কসবা অথবা ময়মনসিহের হালুয়াঘাট অথবা শেরপুরের ঝিনাইগাতির সীমান্ত দিয়ে বাচ্চু রাজাকার ভারতে পালিয়ে যায়। 

এরপর পালিয়ে পাকিস্তানে চলে যায়। 

🌟 আর খুনি মাজেদ উল্টো বাংলাদেশে পালিয়ে এসে নিজের পরিচয় দিয়ে ফাঁসিতে মৃত্যুদণ্ডে মরলো। 


🌟 তাই খুনি মাজেদের চেয়ে বাচ্চু রাজাকারই বেশি চালাক !!! 

Comments

Popular posts from this blog

707)After the fantasy of ministry.(মন্ত্রিত্বের ফ্যান্টাসির পরে।)– Written by Junayed Ashrafur Rahman

165)How Osama bin Laden's followers were active in Bangladesh.(বাংলাদেশে উসামা বিন লাদেনের অনুসারীরা যেভাবে সক্রিয় ছিলো।) - Written by Junayed Ashrafur Rahman

166) যেভাবে দাউদ ইব্রাহিমের অনুসীরা বাংলাদেশে সক্রিয় ছিলো(IN BANGLADESH, HOW FOLLOWERS OF Dawood Ibrahim WERE ACTIVE) -Written by Junayed Ashrafur Rahman