111 ) স্বভাবের দিক দিয়ে কে বেশি শক্ত , খুনি মাজেদ - নাকি বুড়া হুজুর (WHO IS MORE STRONGER, Murderer Majed Or Old Teacher) ?

111 ) স্বভাবের দিক দিয়ে কে বেশি শক্ত , খুনি মাজেদ - নাকি বুড়া হুজুর 
 (ACCORDING TO THE PERSONALITY, WHO IS MORE STRONGER, Murderer Majed Or Old Teacher) ?

জঙ্গিনেতা হলেও , বুড়া হুজুর (Old Teacher) কিন্তু খুনি মাজেদের চেয়ে স্বভাবের দিক দিয়ে বেশি শক্ত !!!

🌟 বুড়া হুজুর (Old Teacher) তো বটেই , বাংলাভাই ও ওদের সঙ্গে মৃত্যুদণ্ডে দণ্ডিত অন্যান্য জঙ্গিরাও স্বভাবের দিক দিয়ে খুনি মাজেদের চেয়ে বেশি শক্ত।

মাজেদ সেনা অফিসার এবং বঙ্গবন্ধুর খুনি হওয়া সত্ত্বেও ফাঁসির আগে হাউমাউ করে কেঁদেছে।

কিন্তু , বুড়া হুজুর (Old Teacher) , বাংলা ভাই এবং অন্যান্য জঙ্গিরা কান্না করা তো দূরের কথা - একটু ভয়ও পায়নি।

এমনকি , আদালতে বিচারের সময় মানুষ খুন করার কথা স্বীকার করলেও তাদের কাজ সঠিক বলে সাফাই গেয়েছে - এমনকি জজ সাহেবকে চ্যালেঞ্জ করেও বলেছে , যে বিচার ব্যবস্থায় ওদের বিচার করা হচ্ছে , সে বিচার ব্যবস্থাটাই নাকি ভুল !!!

এবং আদালত থেকে জেলে নেয়ার সময় আর জেল থেকে আদালতে আনার সময় বুড়া হুজুর (Old Teacher) , বাংলাভাই ও অন্যান্যরা যেরকম দম্ভোক্তি ও আচরণ করেছে - সেগুলো পাক্কা জঙ্গি না হলে করা অসম্ভব !!!

যে লোকগুলোর হুকুমে 2004 থেকে 2005 সাল পর্যন্ত অন্যান্যরা মানুষ মেরেছে এবং নিজেরা মরে মানুষকে মেরেছে (SUICUDAL KILLER) - সেই হুকুমদাতারা কেমন হতে পারে , বুড়া হুজুর (Old Teacher) আর বাংলাভাইয়েরাই বড় উদাহরণ।

এটা ঠিক যে , বাংলাভাই আর বুড়া হুজুর (Old Teacher) রাজশাহী ছেড়ে পালিয়েছিলো এবং পলাতক অবস্থায় সারাদেশে বোমা ফাটিয়েছিলো - কিন্তু পালিয়ে থাকাটা ওদের কৌশলও হতে পারে। যেমনটা  মাওবাদী গেরিলারা করে থাকে !!!

🌟 আর খুনি মাজেদ সেনা অফিসার হয়েও পারলো না নিজের স্বভাবকে (PERSONALITY) দৃঢ় রাখতে !!!

ঐতিহাসিক হিসেবে (ALSO THE HISTORIAN) আমি বলতে বাধ্য হচ্ছি , ধিক খুনি মাজেদ - ধিক  (SHAME MURDERER Majed - SHAME) !

সেনা অফিসার হয়েও খুনি মাজেদ হতে পারেনি জঙ্গিনেতার মতো শক্ত স্বভাবের !!! 

Comments

Popular posts from this blog

151)POWER OF THE PRIME MINISTER.(প্রধানমন্ত্রীর দাপট।) - Written by Junayed Ashrafur Rahman

707)After the fantasy of ministry.(মন্ত্রিত্বের ফ্যান্টাসির পরে।)– Written by Junayed Ashrafur Rahman