111 ) স্বভাবের দিক দিয়ে কে বেশি শক্ত , খুনি মাজেদ - নাকি বুড়া হুজুর (WHO IS MORE STRONGER, Murderer Majed Or Old Teacher) ?

111 ) স্বভাবের দিক দিয়ে কে বেশি শক্ত , খুনি মাজেদ - নাকি বুড়া হুজুর 
 (ACCORDING TO THE PERSONALITY, WHO IS MORE STRONGER, Murderer Majed Or Old Teacher) ?

জঙ্গিনেতা হলেও , বুড়া হুজুর (Old Teacher) কিন্তু খুনি মাজেদের চেয়ে স্বভাবের দিক দিয়ে বেশি শক্ত !!!

🌟 বুড়া হুজুর (Old Teacher) তো বটেই , বাংলাভাই ও ওদের সঙ্গে মৃত্যুদণ্ডে দণ্ডিত অন্যান্য জঙ্গিরাও স্বভাবের দিক দিয়ে খুনি মাজেদের চেয়ে বেশি শক্ত।

মাজেদ সেনা অফিসার এবং বঙ্গবন্ধুর খুনি হওয়া সত্ত্বেও ফাঁসির আগে হাউমাউ করে কেঁদেছে।

কিন্তু , বুড়া হুজুর (Old Teacher) , বাংলা ভাই এবং অন্যান্য জঙ্গিরা কান্না করা তো দূরের কথা - একটু ভয়ও পায়নি।

এমনকি , আদালতে বিচারের সময় মানুষ খুন করার কথা স্বীকার করলেও তাদের কাজ সঠিক বলে সাফাই গেয়েছে - এমনকি জজ সাহেবকে চ্যালেঞ্জ করেও বলেছে , যে বিচার ব্যবস্থায় ওদের বিচার করা হচ্ছে , সে বিচার ব্যবস্থাটাই নাকি ভুল !!!

এবং আদালত থেকে জেলে নেয়ার সময় আর জেল থেকে আদালতে আনার সময় বুড়া হুজুর (Old Teacher) , বাংলাভাই ও অন্যান্যরা যেরকম দম্ভোক্তি ও আচরণ করেছে - সেগুলো পাক্কা জঙ্গি না হলে করা অসম্ভব !!!

যে লোকগুলোর হুকুমে 2004 থেকে 2005 সাল পর্যন্ত অন্যান্যরা মানুষ মেরেছে এবং নিজেরা মরে মানুষকে মেরেছে (SUICUDAL KILLER) - সেই হুকুমদাতারা কেমন হতে পারে , বুড়া হুজুর (Old Teacher) আর বাংলাভাইয়েরাই বড় উদাহরণ।

এটা ঠিক যে , বাংলাভাই আর বুড়া হুজুর (Old Teacher) রাজশাহী ছেড়ে পালিয়েছিলো এবং পলাতক অবস্থায় সারাদেশে বোমা ফাটিয়েছিলো - কিন্তু পালিয়ে থাকাটা ওদের কৌশলও হতে পারে। যেমনটা  মাওবাদী গেরিলারা করে থাকে !!!

🌟 আর খুনি মাজেদ সেনা অফিসার হয়েও পারলো না নিজের স্বভাবকে (PERSONALITY) দৃঢ় রাখতে !!!

ঐতিহাসিক হিসেবে (ALSO THE HISTORIAN) আমি বলতে বাধ্য হচ্ছি , ধিক খুনি মাজেদ - ধিক  (SHAME MURDERER Majed - SHAME) !

সেনা অফিসার হয়েও খুনি মাজেদ হতে পারেনি জঙ্গিনেতার মতো শক্ত স্বভাবের !!! 

Comments

Popular posts from this blog

707)After the fantasy of ministry.(মন্ত্রিত্বের ফ্যান্টাসির পরে।)– Written by Junayed Ashrafur Rahman

137 ) আমার আব্বার ইন্তেকালের দুই বছর প্রসঙ্গে (ABOUT TWO YEARS DEATH OF THE FATHER OF MINE ) ! - 🙌🏻⌨️📲 Written by Junayed Ashrafur Rahman ✒