148 ) রাজনীতি করতে আপনাকে কে বলেছে (WHO SAID YOU TO DO THE POLITICS) ?!! - 🙌🏻⌨️📲 Written by Junayed Ashrafur Rahman

148 ) রাজনীতি করতে আপনাকে কে বলেছে (WHO SAID YOU TO DO THE POLITICS) ?!! - 🙌🏻⌨️📲 Written by Junayed Ashrafur Rahman ✒ 

প্রয়োজনছাড়া শুধু জোশের (INDISCIPLINE) বশে রাজনীতি করে বড় ধরণের ঝামেলায় জড়ানোর পরে এমন কথাই শুনতে হয় !!!

গণতান্ত্রিক দেশে রাজনীতি করার অধিকার আছে শিক্ষিত - অশিক্ষিত , ধনী - গরিব , কামার - কুমার , চোর - চামার ...... সকল ধরণের মানুষের।

কেউ রাজনীতি করে অন্যান্য রাজনীতিকদের অনুরোধে , আবার কেউবা রাজনীতি করে জনসাধারণের অনুরোধে - এমনটা ঘটে সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্র , ভারত , রাশিয়া , চীনদেশ , অস্ট্রেলিয়া , কানাডা , ইংল্যান্ড , ইটালি আর জার্মানির মতো দেশে ।

কিন্তু বিশেষভাবে আমাদের বাংলাদেশে এক ধরণের মানুষ আছে , শুধুমাত্র জোশের বশে বেহুঁশ হয়ে রাজনীতিতে সক্রিয় হয়।

এই ধরণের মানুষেরা উৎসাহের নামে পামপট্টি (FAKE INSPIRATIONS) , আশার নামে দুরাশা আর ভরসার নামে গাদ্দারির দ্বারা প্রভাবিত হয়ে বেহুঁশ হয় আর রাজনীতি করতে গিয়ে আবোল - তাবোল বক্তব্য দেয় আর রাজনৈতিক মারামারি আর সঙ্ঘাতের সৃষ্টি করে। 

অবশেষে পুলিশে অথবা অন্য কোন আইন বাহিনি গ্রেফতার করে , তখন এক সময় যারা পামপট্টি দিতো - ওরা কেউই সঙ্গে থাকেনা। 

গ্রেফতারের পরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক আসামিকে পুলিশে জিজ্ঞেস করে , আপনার শিক্ষাগত যোগ্যতা কী ? আপনি কী করতেন ? রাজনীতি করার জন্য আপনাকে কে বলেছে ......?!!

🌟 আবার , নির্বাচনের সময় চেনা - অচেনা বহু নেতার আগমন ঘটে অনেক এলাকাতে। তখন দলীয় মনোনয়ন নিয়ে স্বাভাবিকভাবেই শুরু হয় অভ্যন্তরীণ প্রতিযোগিতা। 

তখন এক সময় যারা পামপট্টি দিয়ে রাজনীতিতে নামিয়েছিলো - ওদের থেকেই কেউ কেউ হয় মনোনয়ন প্রত্যাশি। আর এভাবেই জোশের বশে বেহুঁশ হওয়া রাজনীতিকরা গাদ্দারির শিকার হয়। তখন মারামারি পর্যন্তও হতে পারে। 

যখন জোশের বশে বেহুঁশ হওয়া রাজনীতিকরা এই ধরণের গাদ্দারির শিকার হয় - তখন রাগের বশে বেহুঁশ হয়ে মারামারি পর্যন্ত করে। 

শেষে মনোনয়ন না পেলে কোন এক পরিচিত মানুষে বলে , রাজনীতি করতে আপনাকে কে বলেছে ?!!

🌟 এমনও হয় যে , অনেক বছর যাবৎ বিদেশে বসবাসরত কোন প্রবাসিকে দেশের পরিচিত কিছু মানুষে পামপট্টি মেরে বাংলাদেশের রাজনীতিতে নামায়। 

আর আশার নামে দুরাশা দেয় , দলীয় মনোনয়ন পাইয়ে একেবারে এমপি - মন্ত্রী বানিয়ে দেয়ার। 

বিদেশ যাওয়ার আগে যাদের কাছে ছিলো অবহেলিত মানুষ - কিন্তু বিদেশে গিয়ে টাকা অর্জনের পরে তাদের কাছেই সেই প্রবাসি লোকটাই হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। 

আবার যখন অতীতের অবহেলাকারি লোকেরা পরে এসে অনুগত কর্মীর মতো আচরণ করে - তখনও কিন্তু প্রবাসি লোকটা জোশের বশে বেহুঁশ হয়ে রাজনীতিতে নামে। 

কিন্তু যখন এমপি - মন্ত্রী হওয়া তো দূরের কথা , দলীয় মনোনয়নটাই পায়না এবং যারা পামপট্টি দিয়ে রাজনীতিতে নামিয়েছিলো , ওরাও আর সঙ্গে থাকেনা। তখন কিন্তু ঐ প্রবাসি লোকটাকেও শুনতে হয় , রাজনীতি করতে আপনাকে কে বলেছে ?!!

🌟 আবার সরকারি চাকরি থেকে অবসরে আগত অনেক আমলা পামপট্টির শিকার হয়ে রাজনীতিতে নেমে ঝামেলায় জড়িয়ে শুনতে বাধ্য হয় , রাজনীতি করতে আপনাকে কে বলেছে ?!!

🌟 প্রিয় পাঠক - পাঠিকা , আপনিও কি কখনও শুনেছেন , রাজনীতি করতে আপনাকে কে বলেছে ?!!



Comments

Popular posts from this blog

151)POWER OF THE PRIME MINISTER.(প্রধানমন্ত্রীর দাপট।) - Written by Junayed Ashrafur Rahman

207 ) রবি ঠাকুরের বিশ্বভারতীতে হামলা প্রসঙ্গে (ABOUT THE ATTACK IN VISHYABHARATI OF Rabi Tagore)।-Written by Junayed Ashrafur Rahman