202)THE DATE IS 17 AUGUST.(তারিখটা 17 আগস্ট।)।-Written by Junayed Ashrafur Rahman

 202) The date is 17 August (THE DATE IS 17 AUGUST). - Written by Junayed Ashrafur Rahman ✒ 

🌟🌟🌟 ENGLISH VERSION ✒ 

 On 17 August 2005, the remaining 63 districts of Bangladesh, without Munshiganj, were bombed within fifteen minutes by the JMB led by Banglabhai and Bura Huzur (OLD TEACHER).


🌟 My position in 2005 ✒ 


 Basically from 2004 to 2006 I was more busy with myself.


 First, I was admitted to Nandail Shaheed Smriti Adarsh ​​College from Alia Madrasa. So there was a special importance and attention in my studies.


 I also used to do owr own business, agricultural land, fish farming, tree gardening etc.


 To join the army as an officer, I practiced military-style and yoga, karate, kung fu, jujutsu, aikido, and taekwondo.


 It was then that I began to study the complexities of religion and philosophy. In particular, I began to study the writings and philosophy of Descartes, Hume, Hegel, Marx, Lenin, James William, Maulana Maududi, Saeed Qutb, Maulana Dariabadi, Sir Francis Bacon.


 And in my spare time I used to play snake games on my mobile. Then I had three mobiles. A Motorola, a Nokia and a Siemens. Using one mobile phone was huge at the time - and using three mobile phones was almost unimaginable. I kept Motorola and Nokia in my pocket and Siemens behind my computer's CPU at home.


 At that time I was probably the only student in the college who could go to class with mobile phones in his pockets.


 So in the midst of so much busyness and study, where is the Bengali brother or where is the English brother killing or bombing peoples ? I was not in the mood to be busy with that.


 Even then I used to read news about Bangla Bhai in newspapers.


 🌟 My day is August 17, 2005 ✒ 


 I took a bath like every day and went to college and took classes. And I went to the college library and read books.


 After that, when I came home, I met known many persons, but no one told me about the bombings across the country. Even then the news of the bombing was not known to any teacher or student of our college.


 At that time newspapers and television were the main means of getting news. A man I know next to the mosque near my house said he heard bombings all over the country. Now he is going to watch the news on television.


 Of course, I did not take the matter so seriously. I thought, maybe some boys and girls my age have exploded to make a fuss, as is done in Kali Pujo - Diwali.


 Come home, have lunch, rest a little and go to a tea shop at the corner of the hospital to watch the news. I went and saw a crowd of people. I also sat down to have tea and watch the news. At one point in the news, Ward 6 Commissioner Abdul Hai said, "What bomb did they hit? Not a single person was killed. Squib of mr. shadesh in Nandail Bazar is more louder than that bombs." We all laughed heartily heh heh heh.


 At one stage of the news, we also heard the statements of the then coalition government and the opposition grand alliance.


 I finally returned to home.


 🌟 Some discussion ✒ 


 1) Although there were many militant attacks from 2004 to 2006, not all were of the same party or ideology.


 2) Mufti Hannan and Mufti Rauf used to carry out grenade attacks inspired by the ideology of Osama bin Laden.


 But JMB used to bomb. Inspired by the ideals of Dr. Asadullah Al-Ghalib, Old Teacher and Bangla Bhai.


 3) Mufti Hannan and Rauf spoke of Usama bin Laden and Mullah Omar as their mentors after their arrest.


 But after the arrest, the JMB members mentioned the names of Bangla Bhai, Ataur Rahman Sunny and Old Teacher.


 Even after the arrest of Bangla Bhai and Bura Huzur, they called themselves the main leaders of JMB. The names of any mentors or helpers above them but they did not say.


 4) In March 2007, Bangla Bhai, Old Teacher , Sunny and others were executed.


 But Mufti Rauf and Hannan were active in Bangladesh long before the Bengali brothers and old teacher.


 5) Bengali brother and old teacher but there were no old militants like Hannan and Rauf in Bangladesh.

 Instead, bangla bhai and old teacher left teaching and started militancy in 2004.


 6) With the same energy and power that the Bengali brother and old teacher used to bomb the whole country, they could have easily established a democratic political party in Bangladesh.


 But instead of doing so, he was arrested for bombing the whole country and was sentenced to death by hanging.


 🌟 Bangla brother and old teacher are no more and JMB is not so active now.


 But their actions have become a matter of history.

🌟🌟🌟 BANGLA VERSION ✒ 

2005 সালের 17 আগস্ট বাংলাদেশের মুন্সীগঞ্জ ব্যতীত বাকী 63 জেলায় পনেরো মিনিটের মধ্যে বোমা হামলা করা হয়েছিলো বাংলাভাই আর বুড়া হুজুরের (OLD TEACHER) নেতৃত্বে জেএমবি কর্তৃক। 


🌟 2005 সালে আমার অবস্থান ✒


মূলতঃ 2004 থেকে 2006 সাল পর্যন্ত আমি নিজেকেই নিয়ে ব্যস্ত ছিলাম বেশি।


প্রথমতঃ আমি আলিয়া মাদ্রাসা থেকে নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ কলেজে ভর্তি হয়েছিলাম। তাই পড়ালেখাতেও আলাদা গুরুত্ব ও মনোযোগ ছিলো।


আবার নিজেদের ব্যবসা , কৃষিজমি , মাছ চাষ , গাছের বাগান প্রভৃতিও আমিও করতাম।


সেনাবাহিনীতে অফিসার হিসেবে যোগদান করার জন্য মিলিটারি স্টাইলে প্র্যাকটিস , ইয়োগা , কারাতে , কুংফু , জুজুটসু , আইকিডো আর তায়কোয়ান্ডো নিয়মিত প্র্যাকটিস করতাম। 


ধর্ম ও দর্শন শাস্ত্রের জটিল বিষয় সমূহ তখনই বেশি করে স্টাডি শুরু করেছিলাম। বিশেষ করে ডেকার্ট , হিউম , হেগেল , মার্ক্স , লেনিন , জেমস উইলিয়াম , মাওলানা মওদুদি , সাইদ কুতুব , মাওলানা দরিয়াবাদি , স্যার ফ্রান্সিস বেকনদের রচনাবলী ও দর্শন বেশি করে স্টাডি করা শুরু করেছিলাম। 


আর অবসর সময়টাতে মোবাইলে সাপের গেম খেলতাম। তখন আমার মোবাইল ছিলো তিনটা। একটা মটোরোলা , একটা নোকিয়া আর একটা সিমেন্স। তখনের সময়ে একটা মোবাইল চালানো ছিলো বিরাট ব্যাপার - আর তিনটা মোবাইল চালানো ছিলো প্রায় কল্পনার বিষয়। মটোরোলা আর নোকিয়াটা রাখতাম পকেটে আর সিমেন্সটা রাখতাম বাড়িতে আমার কম্পিউটারের সিপিইউ এর পিছনে। 


তখন কলেজে সম্ভবতঃ আমিই ছিলাম একমাত্র ছাত্র , যে নাকি পকেটে মোবাইল নিয়ে ক্লাস করতে যেত। 


তাই এতো এতো ব্যস্ততা আর স্টাডির মধ্যে কোথায় বাংলাভাই অথবা কোথায় ইংরেজি ভাই মানুষ খুন করছে নাকি বোমা মারছে ? সেটা নিয়ে ব্যস্ত হতে আমার মেজাজ ছিলো না। 


তারপরেও পত্রিকাতে বাংলা ভাই সম্পর্কে সংবাদ পড়তাম। 


🌟 2005 সালের 17 আগস্টে আমার দিন ✒ 


সেদিন প্রতিদিনের মতো গোসল করে কলেজে গিয়ে ক্লাস করলাম। আর কলেজের লাইব্রেরিতে গিয়ে বই পড়লাম। 


এরপরে বাড়িতে আসার সময় পরিচিত অনেকের সঙ্গে দেখা হলেও দেশজুড়ে বোমা হামলার কথা কেউই আমাকে বলেনি। এমনকি তখন বোমা হামলার খবরটা আমাদের কলেজের কোন স্যার অথবা ছাত্রও জানতে পারেননি। 


তখন সংবাদপত্র আর টেলিভিশনই ছিলো সংবাদ জানার প্রধান মাধ্যম। আমার বাড়ির কাছের মসজিদের পাশে আমার পরিচিত একলোক বললেন যে , তিনি শুনেছেন সারাদেশে বোমা হামলা হয়েছে। এখন টেলিভিশনে গিয়ে সংবাদ দেখবেন। 


আমি অবশ্য বিষয়টাকে এতো গুরুত্বের সঙ্গে নিইনি। আমি ভেবেছিলাম , হয়তো আমার বয়সী কিছু ছেলে - মেয়ে হৈ হল্লা করার জন্য হয়তো পটকা মেরেছে , যেমনটা কালী পুজো - দিপাবলীতে করা হয়। 


বাড়িতে এসে দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম করে হসপিটাল মোড়ের এক চায়ের দোকানে যাই সংবাদ দেখার জন্য। গিয়ে দেখি মানুষের ভিড়। আমিও বসে চা খাইতে খাইতে সংবাদ দেখতে লাগলাম। সংবাদ দেখার এক পর্যায়ে 6 নং ওয়ার্ডের কমিশনার আব্দুল হাই বলেছিলেন , " কীসের বোমা মারলো ? একটা মানুষও মরলো না। ঐ বোমাগুলোর চেয়ে নান্দাইল বাজারের স্বদেশ বাবুর পটকাও আরো বেশি জোরে ফাটে। " এই কথা শোনে আমরা সকলেই হেঃ হেঃ হেঃ করে হেসেছিলাম। 


সংবাদের এক পর্যায়ে তখনের জোট সরকার আর বিরোধী মহাজোটের বক্তব্যও আমরা শোনোছিলাম। 


অবশেষে আমি বাড়িতে চলে এলাম। 


🌟 কিছু আলোচনা ✒ 


1 ) 2004 থেকে 2006 পর্যন্ত অনেক জঙ্গি হামলা হলেও সকলেই একটা দল অথবা একই মতাদর্শের ছিলো না। 


2 ) মুফতি হান্নান আর মুফতি রউফরা গ্রেনেড হামলা করতো উসামা বিন লাদেনের ভাবাদর্শে উদ্ধুদ্ধ হয়ে। 


কিন্তু জেএমবি বোমা হামলা করতো ড. আসাদুল্লাহ আল - গালিব , বুড়া হুজুর আর বাংলা ভাইয়ের আদর্শে উদ্ধুদ্ধ হয়ে। 


3 ) মুফতি হান্নান আর রউফরা গ্রেফতার হওয়ার পরে তাদের মূলনেতা বা মেনটর হিসেবে উসামা বিন লাদেন আর মোল্লা উমরদের কথা বলেছিলো। 


কিন্তু জেএমবির সদস্যরা গ্রেফতারের পরে বাংলা ভাই , আতাউর রহমান সানি আর বুড়া হুজুরদের নাম বলেছিলো। 


এমনকি বাংলা ভাই আর বুড়া হুজুর গ্রেফতারের পরে ওরা নিজেদেরকেই জেএমবির মূলনেতা বলেছিলো। ওদের উপরে কোন মেনটর অথবা মদদদাতাদের নাম কিন্তু ওরা বলেনি। 


4 ) 2007 সালের মার্চ মাসে বাংলা ভাই , বুড়া হুজুর , সানিসহ অন্যদের ফাঁসিতে মৃত্যুদণ্ড কার্যকর হয়। 


কিন্তু মুফতি রউফ আর হান্নানরা বাংলাদেশে সক্রিয় ছিলো বাংলা ভাই আর বুড়া হুজুরদের অনেক আগে থেকেই। 


5 ) বাংলা ভাই আর বুড়া হুজুররা কিন্তু বাংলাদেশে হান্নান আর রউফদের মতো পুরাতন জঙ্গি ছিলোনা। 

বরং শিক্ষকতা ছেড়ে দিয়ে 2004 সালে জঙ্গিকর্ম শুরু করে। 


6 ) বাংলা ভাই আর বুড়া হুজুর যে শক্তি আর ক্ষমতা ব্যয় করে সারাদেশে বোমা হামলা করেছিলো - সেই শক্তি আর ক্ষমতা দিয়ে অনায়াসে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতে পারতো। 


কিন্তু সেটা না করে সারাদেশে বোমা হামলা করে গ্রেফতার হয়ে আদালতের রায়ে ফাঁসিতে মৃত্যুদণ্ডে মরলো। 


🌟 বাংলা ভাই আর বুড়া হুজুররা এখন নাই এবং জেএমবিও এখন তেমনটা সক্রিয় না। 


কিন্তু তাদের কর্মকাণ্ড ইতিহাসের বিষয়ে পরিণত হয়েছে।

Comments

Popular posts from this blog

151)POWER OF THE PRIME MINISTER.(প্রধানমন্ত্রীর দাপট।) - Written by Junayed Ashrafur Rahman

2) What will you do in the future (কী করবে তুই)?