169 ) বাংলাদেশের রাজনীতি ও একরাম চৌধুরীর ক্রস ফায়ার (POLITICS OF BANGLADESH AND CROSS FIRE OF EKRAM CHOWDHURY)।-Written by Junayed Ashrafur Rahman
169 ) বাংলাদেশের রাজনীতি ও একরাম চৌধুরীর ক্রস ফায়ার (POLITICS OF BANGLADESH AND CROSS FIRE OF EKRAM CHOWDHURY)।-Written by Junayed Ashrafur Rahman ✒
একরামের ক্রস ফায়ারে বাংলাদেশের রাজনীতিতে এটাই প্রমাণিত হয়েছিলো যে , সরকারি দলের হলেও আইন অমান্য করার শাস্তি নিশ্চিত।
2014 সালে ড. শেখ হাসিনা আবার সরকার গঠন করার ফলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কিছু নেতা মনে করেছিলো - দেশটা বোধহয় ওদেরকে ড. শেখ হাসিনা দিয়ে দিয়েছেন। এখন যত খুশি বেআইনি কাজ করলেও কিছুই হবে না।
একরাম ছিলো ওদের মতোই একজন। ইয়াবা চোরাকাবার তো ছিলোই , চাঁদাবাজি , মানুষের জমি বেদখল করা প্রভৃতিও বেআইনি কাজও ছিলো।
কিন্তু , একরামের ক্রস ফায়ারটা ছিলো ঐ টাউট , বাটপার আর দালালদের জন্য বড় ধরণের একটা সতর্ক বার্তা (RED ALERT)।
সত্যি বলতে কী , একরামের ক্রস ফায়ারে সরকার দলীয় অনেক অপরাধী একেবারে সাবধান - এমনকি অনেকেই পাক্কা ধার্মিক হয়েছিলো।
সরকার দলীয় অনেকেই আবার তওবা করেও ভালো হয়েছিলো।
এবং বাংলাদেশের জনসাধারণের মধ্যে একটা স্বস্তি বিরাজ করেছিলো যে, সন্ত্রাসী আর দুর্নীতিবাজ সরকারি দলের হলেও রেহাই নাই।
এটাই ছিলো বাংলাদেশের বড় অর্জন , একরামের ক্রস ফায়ারের কারণে।
কিন্তু , একরামের ক্রস ফায়ারের দুই বছর পেরিয়ে গেছে , তাই এটা তদন্ত করা দরকার যে , সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার জন্য সরকারি দলের নাম ভাঙ্গিয়ে আবার বিভিন্ন অপরাধ হচ্ছে কি - না ?
কেননা , এতে জনগণের আবার স্বস্তি প্রাপ্তি হবে।
Comments
Post a Comment